Tuesday, November 25, 2025

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাসভবনে মোদি -সোনিয়া-রাহুল

Date:

Share post:

ভারতীয় রাজনীতির এক অধ্যায়ের অবসান।বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মোতিলাল নেহেরু মার্গে যান নরেন্দ্র মোদি(Narendra Modi) , সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ষীয়ান রাজনীতিকের পরিবারের সঙ্গে কথা বলার পর তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী (PM)। একটি ভিডিও বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কর্মজীবনের স্মৃতিচারণা করেন মোদি। দেশের বিকাশে মনমোহনের ভূমিকা এবং তার সৎ জীবনযাত্রার কথা বলেন তিনি। রাজনৈতিক দূরত্ব ভুলে আজ সকাল থেকে মনমোহনের বাড়িতে একে একে জড়ো হচ্ছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। গিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। কিছু সময় পরে সেখান পৌঁছন রাহুল গান্ধীও। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি নেতা জেপি নাড্ডাদেরও দেখা গেছে। শনিবার কংগ্রেস কার্যালয় মনমোহন সিংয়ের দেহ অন্তিম শ্রদ্ধার জন্য সকাল আটটা থেকে দশটা পর্যন্ত শায়িত থাকবে। বিকেলে রাজঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

প্রাক্তন প্রধানমন্ত্রীর কনিষ্ঠা কন্যা ক্যালিফর্নিয়া থেকে শুক্রবার বিকেলে ফিরবেন। সেই কারণেই শনিবার শেষকৃত্যর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিন ( ২৬ ডিসেম্বর – ১ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রনেতার প্রয়াণে বেলগাভি অধিবেশন বাতিল করেছে কংগ্রেস (Congress)। তাদের দলীয় পতাকা ও অর্ধনমিত থাকবে বলে খবর মিলেছে। বৃহস্পতি ও শুক্রবার কর্নাটকে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই মতো সব নেতারা পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু আপাতত সেই কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘নব সত্যাগ্রহ বৈঠক’ এবং ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ জনসভার আয়োজনও বাতিল করা হয়েছে বলে খবর।

spot_img

Related articles

অরিজিৎ-রাজ্যপাল সাক্ষাতে জমজমাট জিয়াগঞ্জ

দু’দিনের ঝটিকা সফরে মুর্শিদাবাদে এসে মঙ্গলবার সকালেই জিয়াগঞ্জে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিনভর ব্যস্ত সূচির মধ্যেও...

সুপ্রিম-নির্দেশ বড়া বালাই: আধার বাধ্যতামূলক করার পথে নির্বাচন কমিশন

বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু করেই ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল নির্বাচন কমিশন। তার জেরে বিরোধীরা সাধারণ মানুষের...

হেরিটেজ সংরক্ষণে গতি: রাজ্যের প্রকল্পে ২৭টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ

রাজ্যের ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি...

গ্রুপ পর্বেই ভারত-পাক, কোন কোন মাঠে খেলবেন সূর্যরা? জানুন বিস্তারিত

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত  হবে টি২০ বিশ্বকাপ( T20 World Cup 2026)। ভারত ও পাকিস্তান...