Sunday, November 9, 2025

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাসভবনে মোদি -সোনিয়া-রাহুল

Date:

ভারতীয় রাজনীতির এক অধ্যায়ের অবসান।বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মোতিলাল নেহেরু মার্গে যান নরেন্দ্র মোদি(Narendra Modi) , সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ষীয়ান রাজনীতিকের পরিবারের সঙ্গে কথা বলার পর তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী (PM)। একটি ভিডিও বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কর্মজীবনের স্মৃতিচারণা করেন মোদি। দেশের বিকাশে মনমোহনের ভূমিকা এবং তার সৎ জীবনযাত্রার কথা বলেন তিনি। রাজনৈতিক দূরত্ব ভুলে আজ সকাল থেকে মনমোহনের বাড়িতে একে একে জড়ো হচ্ছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। গিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। কিছু সময় পরে সেখান পৌঁছন রাহুল গান্ধীও। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি নেতা জেপি নাড্ডাদেরও দেখা গেছে। শনিবার কংগ্রেস কার্যালয় মনমোহন সিংয়ের দেহ অন্তিম শ্রদ্ধার জন্য সকাল আটটা থেকে দশটা পর্যন্ত শায়িত থাকবে। বিকেলে রাজঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

প্রাক্তন প্রধানমন্ত্রীর কনিষ্ঠা কন্যা ক্যালিফর্নিয়া থেকে শুক্রবার বিকেলে ফিরবেন। সেই কারণেই শনিবার শেষকৃত্যর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিন ( ২৬ ডিসেম্বর – ১ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রনেতার প্রয়াণে বেলগাভি অধিবেশন বাতিল করেছে কংগ্রেস (Congress)। তাদের দলীয় পতাকা ও অর্ধনমিত থাকবে বলে খবর মিলেছে। বৃহস্পতি ও শুক্রবার কর্নাটকে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই মতো সব নেতারা পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু আপাতত সেই কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘নব সত্যাগ্রহ বৈঠক’ এবং ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ জনসভার আয়োজনও বাতিল করা হয়েছে বলে খবর।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version