Sunday, May 4, 2025

নতুন বছর শুরু হওয়ার আগে থেকেই রাজ্য প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের মন্ত্রী বিধায়কদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। সেই মতো তীর্থযাত্রীদের সুবিধা-অসুবিধা দেখভালের বিশেষ দায়িত্ব পেয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তারই প্রস্তুতিতে সাগরমেলায় পুর-পরিষেবা নিয়ে কলকাতা পুরভবনে বিশেষ বৈঠক করলেন মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম।

কলকাতা শহরের উপর পুণ্যার্থীদের বিশেষ দায়িত্বভার থাকে। এখান থেকে শিবির করে সুষ্ঠুভাবে গঙ্গাসাগরের (Gangasagar) উদ্দেশে রওনা দেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এই নিয়ে ফিরহাদ জানিয়েছেন, গঙ্গাসাগর মেলায় আমাদের বিভিন্ন পুর-পরিষেবা দিতে হয় পুণ্যার্থীদের জন্য। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, তীর্থযাত্রীদের শিবিরগুলিতে জল পৌঁছে দেওয়া, দূষণ রোধে লাগাতার স্প্রে করে ধুলো নির্মূল করা, ঘাটগুলিকে পরিষ্কার রাখার মতো কাজগুলি পুরসভা (Kolkata Municipal Corporation) করে। সেইসব নিয়েই আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। উপস্থিত ছিলেন পুর-কমিশনার ধবল জৈন-সহ পুরসভার বিভিন্ন বিভাগীয় আধিকারিক, পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য-সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

এদিনের পুর-পরিষেবার বৈঠক নিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) আরও জানিয়েছেন, আগের বছর কোথায় কোথায় গাফিলতি ছিল, সেসব ঠিক করার চেষ্টা চলছে এবার। যেমন আগেরবারের চেয়ে এবার সাফাইকর্মী বেশি থাকবে। কারণ, এবার এলাকা অনেকটাই বেড়েছে। আগে রোজ ১২০ জন কাজ করত, এবার থেকে ১৩০ জন সাফাইকর্মী ২৪ ঘণ্টা কাজ করবে। এছাড়াও কিছু রাস্তাও খারাপ হয়ে আছে। সেগুলোও ঠিক করতে হবে। স্বাস্থ্য পরিষেবার জন্য ক্যাম্পও থাকবে। আমি নিজে গঙ্গাসাগরে থাকব ১৩, ১৪, ১৫ জানুয়ারি। আর মুখ্যমন্ত্রীর নির্দেশে বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে (transit camp) পুরসভার শিবির হচ্ছে। সেই ক্যাম্পে অতীন ঘোষ আর দেবাশিস কুমার থাকবেন।

Related articles

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...
Exit mobile version