Sunday, November 9, 2025

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় প্রাক্তন প্রধানমন্ত্রী, মনমোহনের শেষকৃত্যে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

Date:

শনিবারের দুপুরে পঞ্চভূতে বিলীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Mnmahon Singh)। শ্রদ্ধা-সম্মান-স্যালুটে শেষ বিদায় জানানো হলো ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম রূপকার মনমোহন সিং-কে। দিল্লির নিগমবোধ ঘাটে গার্ড অফ অনার- গান স্যালুটে অন্তিম শ্রদ্ধা জানানো হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Former PM)। উপস্থিত ছিলেন দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ বিজেপি এবং কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা।

এদিন মনমোহনের পার্থিব দেহে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতি। ‘ভারতের উদার অর্থনীতির ভগীরথ’কে অন্তিম প্রণাম জানাতে উপস্থিত ছিলেন ভূটানের রাজা জিগমে, খেসার নামগেইল ওয়াংচুক ও মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জন রামফুল। শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও। এরপরে দুমিনিটের নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে কেন্দ্রের তরফে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস-বিজেপি দ্বন্দ্বের জটিলতা এখনও কাটেনি। শুক্রবার মধ্যরাতে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিললেও সৌধটি কোথায় তৈরি হবে সেই স্থান নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর এই নিয়ে আলোচনা করা হবে বলে শোনা যাচ্ছে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version