Sunday, November 9, 2025

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় প্রাক্তন প্রধানমন্ত্রী, মনমোহনের শেষকৃত্যে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

Date:

শনিবারের দুপুরে পঞ্চভূতে বিলীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Mnmahon Singh)। শ্রদ্ধা-সম্মান-স্যালুটে শেষ বিদায় জানানো হলো ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম রূপকার মনমোহন সিং-কে। দিল্লির নিগমবোধ ঘাটে গার্ড অফ অনার- গান স্যালুটে অন্তিম শ্রদ্ধা জানানো হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Former PM)। উপস্থিত ছিলেন দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ বিজেপি এবং কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা।

এদিন মনমোহনের পার্থিব দেহে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতি। ‘ভারতের উদার অর্থনীতির ভগীরথ’কে অন্তিম প্রণাম জানাতে উপস্থিত ছিলেন ভূটানের রাজা জিগমে, খেসার নামগেইল ওয়াংচুক ও মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জন রামফুল। শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও। এরপরে দুমিনিটের নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে কেন্দ্রের তরফে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস-বিজেপি দ্বন্দ্বের জটিলতা এখনও কাটেনি। শুক্রবার মধ্যরাতে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিললেও সৌধটি কোথায় তৈরি হবে সেই স্থান নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর এই নিয়ে আলোচনা করা হবে বলে শোনা যাচ্ছে।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version