Saturday, November 8, 2025

আজ লাল-হলুদের সামনে হায়দরাবাদ, জয়ের হ্যাটট্রিক লক্ষ্য ব্রুজোর

Date:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে হায়দরাবাদ এফসি। নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক লক্ষ্য ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর।

চোট সমস্যা-সহ নানা প্রতিকূলতার মধ্যেও কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনায় বদলে গিয়েছে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স। শেষ ছ’টি ম্যাচে চারটি জয়, একটি ড্র, একটি হার। ক্লাব ও ইনভেস্টর কর্তারা প্রকাশ্যে স্বীকার করছেন, ইস্টবেঙ্গলের এই বদলের পিছনে একমাত্র কোচের অবদান। অস্কার অবশ্য কৃতিত্ব নিজে নিচ্ছেন না। তাঁর কাছে এটাও টিম গেম। ম্যাচে সেই টিম গেম অস্ত্রেই শনিবার নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক করে নতুন বছরে পা রাখতে চাইছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। সামনে ১২ নম্বরে থাকা হায়দরাবাদ এফসি। ম্যাচ জিতলে দু’ধাপ উঠে ন’নম্বরে উঠে আসবে ইস্টবেঙ্গল।

চোট, ফিটনেস সমস্যা রয়েছে দলে। তবু দিমিত্রিয়স দিয়ামানতাকোস, নাওরেম মহেশদের মতো ফুটবলারদের বিশ্রামে রাখার সাহস দেখাতে পারছেন না অস্কার। দলের স্বার্থেই দিমিদের বিশ্রামে রাখার উপায় নেই। কারণ, সেই মানের বিকল্প নেই। ম্যাচ জিতে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখা যেখানে প্রধান লক্ষ্য। হায়দরাবাদের বিরুদ্ধেও শুরু থেকে দিমির খেলার সম্ভাবনা রয়েছে। চোট পাওয়া মহম্মদ রাকিপের জায়গায় খেলতে পারেন প্রভাত লাকরা। হালকা চোট রয়েছে পি ভি বিষ্ণুর। তরুণ উইঙ্গার না পারলে নন্দকুমার ও মহেশ শুরু করবেন। সেক্ষেত্রে পরিবর্ত হিসেবে পরে আসতে পারেন বিষ্ণু। কার্ড সমস্যায় হেক্টর ইয়ুস্তে এই ম্যাচে নেই। ফলে আনোয়ার আলি ফিরছেন সেন্ট্রাল ডিফেন্সে।

নতুন ভূমিকায় খেলে আক্রমণে নেতৃত্ব দিয়ে ভরসা দিচ্ছেন ক্লেটন সিলভা। অস্কারের দাবি, ক্লেটনের সেরা ভার্সন দেখা যাচ্ছে। প্রতিপক্ষ হায়দরাবাদ লিগে ভাল জায়গায় না থাকলেও তাদের সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ। অস্কারের কথায়, ‘‘হায়দরাবাদকে হয়তো ফেভারিট বলা হচ্ছে না। আমাদের সবাই এগিয়ে রাখছে। কিন্তু ওরা ভাল দল। নর্থইস্টের বিরুদ্ধে প্রথমার্ধে ভাল খেলেছে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না। হায়দরাবাদের মাঠ ভাল নয়। তবে আমরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি।”

আরও পড়ুন- মেলবোর্নে ব্যাট হাতে দাপট নীতিশের, অর্ধশতরান সুন্দরের

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version