মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট । তৃতীয় দিন ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখান নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর । ১০৫ রানে অপরাজিত থাকেন নীতিশ । ৫০ রান করেন সুন্দর । এই দুই ব্যাটারের দাপটে ফলো অন থেকে বাঁচে টিম ইন্ডিয়া । যখন একের পর এক ভারতীয় ব্যাটার যখন ব্যাট হাতে ব্যর্থ, ঠিক তখনই শতরান নীতীশের । আর নীতীশের এই খেলায় মুগ্ধ সুন্দর ।

ম্যাচ শেষে সুন্দর বলেন,” নীতীশ অবিশ্বাস্য ক্রিকেটার। মানসিক ভাবে খুব শক্তিশালী। মেলবোর্নে ওর শতরানের কথা সারা জীবন মনে থাকবে। ও মাঠে নিজের ১০০ শতাংশ দেয়। এটাই ওর জীবনের মূলমন্ত্র। ওর খেলা দেখে খুব ভাল লেগেছে।”

এখানেই না থেমে সুন্দর বলেন,” আমরা ঠিক করেছিলাম যতক্ষণ পারব খেলব। তখন ওরাও একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তাই রান করা কিছুটা সহজ হয়ে পড়েছিল। আমরা ধীরে ধীরে রান করার দিকে মন দিয়েছিলাম। সেটাই করেছি।”

আরও পড়ুন- বরোদার বিরুদ্ধে দাপুটে জয় বাংলার, ৯৯ রানে অপরাজিত অনুষ্টুপ

–

—
–

—

–

—

–

—

–
