Friday, January 30, 2026

ঘুম পাড়ানি গুলিতে ধরা দিল জিনাত, স্বাস্থ্য নিয়ে চিন্তায় বন দফতর

Date:

Share post:

নয়দিনের চেষ্টায় জালে জিনাত (zeenat)। বাঘ বন্দি খেলা শেষ হলেও বনের রাজাকে সুস্থভাবে বনে ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য বন দফতরের। ভয় নয়, ভালোবেসে তিন বছরের বাঘিনীকে শিমলিপালে ফেরৎ পাঠাতে চায় রাজ্য বন দফতর। রবিবাসরীয় দুপুরে ঘুম পাড়ানি গুলিতে কাবু হওয়ার পরে জিনাতের স্বাস্থ্য নিয়ে এতটুকুও ঝুঁকি নিয়ে রাজী নয় বন দফতর। এবার বাঁকুড়ার (Bankura) গোসাইডিহিতে বন্দি হওয়া বাঘকে সরাসরি শিমলিপালে পাঠানো হবে, না আগে চিকিৎসা করা হবে, তা বিবেচনা করেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হল বন দফতরের তরফে।

ওড়িশার শিমলিপাল (Simlipal) থেকে মুক্তির পথে কখনও ঝাড়খণ্ড, কখনও বাংলার জঙ্গলমহলে ঘুরে বেড়িয়েছে বাঘ্রশাবক জিনাত। তার পিছন পিছন কখনও ওড়িশা বন দফতর, কখনও তিন রাজ্যের বন দফতর কাল ঘাম ছুটিয়েছে। তার আচরণ অনেক সময় তাক লাগিয়েছে বন দফতরের আধিকারিকদের। সহজ টোপ (bait) ছেড়ে শিকারে ভরসা করা জিনাতের উদ্যম নিয়ে তাই কিছুটা চিন্তায় ছিলেন আধিকারিকরা। টাড়োবা থেকে খাঁচায় শিমলিপাল আসার অভিজ্ঞতা যে খাঁচা নিয়ে ভয় ধরিয়েছিল তিন বছরের বাঘিনীর মনে, তা অনুমান করেন বন দফতরের আধিকারিকরা।

জাল দিয়ে স্থানীয় গ্রাম ঘিরে সুন্দরবনের কায়দায় তাকে বেকায়দায় ফেলার চেষ্টাও বিফল হয়। ফলে ঘুম পাড়ানি গুলি (tranquilizer) ছিল একমাত্র অবলম্বন। শনিবার পুরুলিয়ায় থাকাকালীন তাকে গুলি করে ঘুম পাড়ানোর চেষ্টা করে বন দফতর। তবে জাল টপকে পালিয়ে যায় জিনাত (zeenat)। বাঁকুড়ায় আরও উঁচু জাল লাগানো হয় কোনও রকম আশঙ্কা এড়াতে। এরপর ফের চালানো হয় ঘুমপাড়ানি গুলি।

রবিবার বিকালে সেই গুলিতে (tranquilizer) খানিকটা টলে পড়তেই বন দফতর তার হাত পা বেঁধে সোজা খাঁচায় তোলার ব্যবস্থা করে। সেখানেও তুলে হাত পা খুলতেই খানিক চাঙ্গা জিনাত (zeenat)। খাঁচা যে তার না পসন্দ। খাঁচাবন্দি জিনাতকে নিয়ে যাওয়া হয় আলিপুরে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে তার। এরপর সুস্থ বোধ করলে তবেই শিমলিপালে তার নিজের ডেরায় তাকে ছাড়া হবে বলে দাবি বাংলার বন দফতরের আধিকারিকদের।

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...