Thursday, December 18, 2025

দুর্নীতির প্রতিবাদে বিজেপি ত্যাগ: বড় ভাঙ্গন শুভেন্দু গড় নন্দীগ্রামে

Date:

Share post:

বিজেপি পরিচালিত পঞ্চায়েতে লাগামছাড়া দুর্নীতি, সন্ত্রাস। আর তার প্রতিবাদ করলেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) রোশের মুখে পড়তে হয় বিজেপিরই নেতাদের! কার্যত বিরোধী দলনেতার কাজে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন তমলুক সংগঠনিক জেলার বিজেপি নেতা অশোক করণ (Ashoke Karan) সহ প্রায় পঞ্চাশ সদস্য। সদস্য সংগ্রহ অভিযানের মধ্যেই বিজেপিতে (BJP) নেতৃত্ব স্তরে বড়সড় ভাঙ্গন ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিল শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচালন ক্ষমতাকেই। একঝাঁক নন্দীগ্রাম বিজেপি কর্মীদের দলত্যাগে কটাক্ষ তৃণমূলের।

বিজেপির তমলুক সংগঠনিক জেলা কমিটির নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন অশোক করণ। ২০০৩ সাল থেকে তৃণমূল কর্মী হলেও শুভেন্দুর পথ অনুসরণ করে তাঁরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার মোহভঙ্গ। ফলে প্রায় ৫০কর্মীসহ বিজেপি ছাড়লেন অশোক করণ ও দেবাশিস দাস। একদিকে নন্দীগ্রামে পরপর দুই তৃণমূল কর্মীর (TMC worker) খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি। এই কোণঠাসা পরিস্থিতিতে দলীয় নেতাদের দলত্যাগ নিজের এলাকাতেই সংকট বাড়ালো বিরোধী দলনেতার।

দলত্যাগী বিজেপি নেতাদের দাবি, বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে পাহাড় প্রমাণ দুর্নীতি (corruption)। অন্যদিকে নন্দীগ্রাম (Nandigram) জুড়ে রাজনৈতিক বিবাদ ও সংঘর্ষে উস্কানি দিচ্ছেন বিজেপি নেতারা। এই দুই পন্থার প্রতিবাদ করেন অশোক দেবাশিসের মত নেতারা। বদলে শুভেন্দু অধিকারীর রোশের মুখে পড়তে হয় তাঁদের। অবশেষে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে বিজেপি থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন তাঁরা।

নিজের গড় ধরে রাখতে না পেরে তৃণমূলের কটাক্ষের শিকার বিজেপি। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, বিরোধী দলনেতার কেন্দ্রে যদি তাঁর উপর আস্থা না রেখে বিজেপি ছেড়ে দেন তাহলে সেটা বিজেপি বুঝবে। তবে বিজেপির লোকেরাই অভিযোগ এনেছে দল কীভাবে চলছে, খুন খারাপির রাজনীতি চলছে।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...