Thursday, August 21, 2025

সোমে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা

Date:

প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় মুখিয়ে রয়েছেন স্থানীয় মানুষ। তাঁদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী তা শোনার অপেক্ষা। মাঝে সন্দেশখালির (Sandeshkhali) উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। সেই ঝড় সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছে সন্দেশখালি। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন তিনি সন্দেশখালির মানুষের কাছে যাবেন। সেই কথা রেখেই সন্দেশখালিতে প্রশাসনিক জনসভা (administrative public distribution) করবেন তিনি। যেখান থেকে প্রায় কুড়ি হাজার মানুষ পাবেন সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা।

সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে হবে এই প্রশাসনিক সভা। তার প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তর চব্বিশ পরগণার জেলাশাসক (DM) শরদকুমার দ্বিবেদী, বসিরহাটের এসডিও (SDO) আশিস কুমার, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। মুখ্যমন্ত্রী আকাশপথে আসবেন, তাই হেলিপ্যাড (helipad) তৈরির কাজ শেষ হয়েছে। রবিবার সেই হেলিপ্যাডে হেলিকপ্টার ওঠানামা করিয়ে পরীক্ষামূলক চেকআপ করা হয়। মুখ্যমন্ত্রী জানতে চাইবেন সেখানকার উন্নয়নের খতিয়ান, জানতে চাইবেন আর কী কী কাজ সেখানে করতে হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি ১ এবং ২ নম্বর ব্লকের প্রায় ২০ হাজার মানুষের হাতে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের সহায়তা তুলে দেবেন। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন বিভিন্ন দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধি-সহ মোট ১৩৪ জন।

তবে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বসিরহাট (Basirhat)। সন্দেশখালিকে চক্রান্ত করে বারবার উত্তপ্ত করার ঘৃণ্য রাজনীতি শুরু করেছিল বিরোধীরা। তার মধ্যে বিজেপিই অগ্রণী ভূমিকা নিয়েছিল। মিথ্যা অভিযোগ করে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি (BJP)। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম। তাঁর প্রয়াণের পরেও বসিরহাট উপনির্বাচনে তৃণমূলের প্রতিই আস্থা রেখেছেন স্থানীয় মানুষ। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা নুরুল ইসলাম পুত্র রবিউল ইসলাম।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version