Wednesday, November 5, 2025

বন্যপ্রাণের সংরক্ষণে নিষ্ঠার উদাহরণ: জিনাত-বন্দিতে দলগত প্রচেষ্টাকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

নয়দিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায়, একের পর এক জেলায় সফর বাঘিনী জিনাতের (zeenat)। তিন বছরের জিনাতকে বাগে আনতে যে পরিমাণ ধৈর্য্য, সহ্য ও দলবদ্ধ পরিকল্পনার পরিচয় দিয়েছে তাকে কুর্নিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার জিনাতের খাঁচাবন্দি হওয়ার পরে বন দফতর সহ রাজ্যের অন্যান্য দফতরের পাশাপাশি স্থানীয় মানুষকেও ধন্যবাদ জানান তিনি।

শনিবার সন্ধ্যায় প্রথম ঘুমপাড়ানি গুলি (tart) জিনাতকে লক্ষ্য করে ছোঁড়ার পর থেকেই তার লুটিয়ে পড়ার অপেক্ষা করছিল বন দফতর। অবশেষে অপেক্ষার অবসান। এরপরই বন দফতরকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাঘিনী জিনাতের সফল উদ্ধারে বাংলার বন দফতরের (forest department) কর্মীদের আমার আন্তরিক অভিনন্দন। জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মী এবং স্থানীয় মানুষকে আমার কৃতজ্ঞতা তাঁদের অমূল্য সমর্থন ও এই অবিস্মরণীয় উদ্যোগে সহযোগিতার জন্য।

তবে বন্যপ্রাণের প্রতি কতখানি আন্তরিকতা থাকলে এরকমভাবে এক তিন বছরের বাঘিনীর উদ্ধার সম্ভব তা ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, এই উদ্ধার দলগত প্রচেষ্টা ও বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি নিষ্ঠার এক জ্বলন্ত উদাহরণ এই উদ্ধার। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র একটি রাজকীয় বন্যপ্রাণ (majestic creature) যে নিজের এলাকা থেকে বিচ্যুত হয়ে পড়েছিল, তাকে রক্ষাই করেনি। সেই সঙ্গে আমাদের প্রাকৃতিক সম্পদগুলির সংরক্ষণের গুরুত্বকেও শক্তিশালী করেছে। আপনাদের অনবদ্য প্রচেষ্টাকে ধন্যবাদ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version