Saturday, November 8, 2025

বাংলার উন্নয়নমূলক প্রকল্প গুলি বরাবর গোটা দেশের পছন্দের তালিকায় সেরা। পরিসংখ্যানও সেই প্রমাণ দিয়েছে। উন্নয়নে বাংলাকে প্রথম সারিতে নিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তাই বিজেপি বিরোধী জোটের মুখ হিসাবে দেখতে চেয়েছিলেন আম আদমি পার্টির (AAP) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি যে নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে শীর্ষস্থানে বসিয়ে অনুসরণ করেন তা তাঁর নিজের উন্নয়নমূলক প্রকল্পগুলি থেকেও বারবার প্রমাণিত হয়েছে। দিল্লি নির্বাচনের আগে আরও একবার বাংলার প্রকল্প অনুসরণ করে পুরোহিত, গ্রন্থীদের ভাতার ঘোষণা কেজরিওয়ালের।

মুখে বিজেপি বিরোধী অন্যতম শক্তি হিসেবে নিজেদের নাম তুলে ধরলেও কংগ্রেস (Congress) যে আদতে বিজেপি বিরোধী শক্তি গুলিকে ভাঙার কাজ করে চলেছে তা লোকসভা নির্বাচনে খানিকটা প্রমাণ হয়েছিল। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফের একবার কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আপ। দিল্লির (Delhi) ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নির্বাচনের আগে যখন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তখন জোট ভেস্তে যাওয়ায় দিশাহারা কংগ্রেস আপের সমালোচনা করে চলেছে। যদিও তাতে দমে যায়নি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সমাজের সব স্তরের মানুষ যাতে সরকারি সুবিধার আওতায় আসতে পারে সেই চেষ্টা তিনি করে চলেছেন।

এবার কেজরিওয়ালের ঘোষণা নির্বাচনে জিতে আপ ক্ষমতায় এলে সমস্ত মন্দিরের (temple) পুরোহিত এবং গুরুদ্বারার (Gurdwara) গ্রন্থীদের মাসিক ভাতা দেবে দিল্লির সরকার। টাকার অংক ঘোষণা করে দিয়ে তিনি জানান সাম্মানিক হিসাবে বাসিক ১৮০০০ টাকা পাবেন তারা। যদিও এর মধ্যে মসজিদের ইমাম বা চার্চের পাদ্রীদের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে শিখ ও হিন্দু ভোট একত্রিত করার দিকে যে কেজরির নজর তা তাঁর ঘোষণায় স্পষ্ট।

সোমবারের ঘোষণায় ইতিবাচক দিক দেখছে বাংলা শাসক দল। তৃণমূলকে অনুসরণ করে আপ যে পথে চলেছে তা নিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলে একদিকে রয়েছে সমাজের পরিকাঠামোগত উন্নয়ন। অন্যদিকে পরিবার এবং প্রত্যেক ব্যক্তি যাতে সরকারের সব রকম সহযোগিতা পায়। গোটা বিশ্বে এই নীতি আজ প্রশংসিত। বিজেপির সরকারগুলিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলি কপি করছে। সেখানে অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ। তিনিও এই পথ অনুসরণ করছেন এটা খুবই ভালো দিক।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version