২০২৪-কে বিদায় জানিয়ে আতশবাজির রোশনাইয়ে আকাশ রঙিন করে ২০২৫-কে স্বাগত জানালো নিউজিল্যান্ড- অস্ট্রেলিয়া(New Zealand & Australia new year celebration)। মানচিত্রের হিসেব মিলিয়ে সময় ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং ওয়েলিংটন শহরে প্রথম প্রবেশ করলো ২০২৫। এরপর বর্ষবরণ ফিজি দ্বীপের বাসিন্দাদের। অস্ট্রেলিয়ার সিডনি-মেলবোর্ন- ক্যানবেরাতেও আলোর মেলায় ঢাকলো শহর। বর্ষশেষের হুল্লোড়ের মাঝেই বর্ষবরণের অপেক্ষা কলকাতা (Kolkata) থেকে জেলায় জেলায়।

প্রত্যেক বছরের মতো এবারও কল্লোলিনী কলকাতা ঝলমল করছে বর্ষশেষ-বর্ষবরণের সন্ধিক্ষণে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই নতুন বছরকে স্বাগত জানাবে এই শহর একে রাজ্য তথা দেশ। সকাল থেকেই ফেস্টিভ মুড মহানগরী জুড়ে। রাত যত গড়াচ্ছে ততই বাড়ছে উন্মাদনা। ভিড় জমছে অ্যালেন পার্কে, কঠোর হচ্ছে পুলিশি নিরাপত্তা। হালকা শীতের আমেজ গায়ে মেখে নাচে-গানে ২০২৫-কে স্বাগত জানাতে তৈরি পাহাড় থেকে সমুদ্র।

–

–



–


–

–

–

–
–

–
