Tuesday, November 11, 2025

প্রতিষ্ঠা দিবসেই ভাঙড়ে আক্রান্ত তৃণমূল নেতা, আরাবুলের উপরেই বিরক্ত শওকত

Date:

প্রতিষ্ঠা দিবসেই ভাঙড়ে আক্রান্ত তৃণমূল (TMC) নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটের এই ঘটনা ঘিরে বছরের প্রথমদিনই উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আরাবুলকেই দায়ী করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaokat Mollah)। তাঁর অভিযোগ, পতাকা উত্তোলনের পরে ফের একই জায়গায় আরাবুল পতাকা তুললে উত্তেজনা ছড়ায়।

বুধবার সকালে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ের এক জায়গায় দলের পতাকা উত্তোলন করে ফিরছিলেন আরাবুল। কিন্তু তখনই তাঁর গাড়ি আক্রমণ করা হয়। লক্ষ্য করে ছোড়া হয় পাথর। গাড়ির একাংশ ভেঙে যায়। তবে, ঘটনায় আরাবুলের আঘাত লাগেনি বলেই সূত্রের খবর। এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা। তাঁর কথায়, “আজ দলের প্রতিষ্ঠা দিবস। এ সব নিয়ে কিচ্ছু বলব না। যে যা পারে করুক।“

এই ঘটনা সম্পর্কে আরাবুলের উপরেই দায় চাপিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা (Shaokat Mollah)। বলেন, “ভাঙড় বিধানসভায় ১৩টি অঞ্চলে দলের পতাকা উত্তোলন করা হচ্ছিল। দলের পক্ষ থেকে গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বুথ কমিটির নেতারা সেই কাজ করছেন। শুনলাম, এক বার পতাকা তোলা হয়ে গিয়েছে। আবার সেই জায়গায় পতাকা উত্তোলন করতে গিয়েছেন উনি।“

শওকতের স্পষ্ট জানান, “ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিন্তু কেন এ কাজ উনি করতে গেলেন, জানি না। উনি পরিকল্পিত ভাবে গন্ডগোল করছেন।“

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version