Tuesday, November 4, 2025

জমি জবরদখল বরদাস্ত নয়, প্রয়োজনে ED-CBI-এর মতো সম্পত্তি ক্রোক: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

জমি জবরদখল বরদাস্ত করা হবে না। মঙ্গলবার, নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে কাউকে রেয়াত করা হবে না। স্পষ্ট জানান মমতা। প্রয়োজনে ইডি-সিবিআইয়ের (ED-CBI) মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জমি পুনরুদ্ধারে ৬ মাসের সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী।

এদিন জমি নিয়ে মুখ্যমন্ত্রীর জানান, “DM, SP থেকে থানার IC, OC সকলে সতর্ক থাকুন। জোর করে জমি দখল বরদাস্ত করা হবে না। এ বিষয়ে অফিসার থেকে নেতা, কারও বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।”

জমি জবলদখল নিয়ে পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা (Mamata Banerjee)। বলেন, “বাম আমলে বেআইনিভাবে জমি জবর দখল করিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের তুলতে গেলে তারা কোর্টে চলে যাচ্ছে। কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে। ফলে জবরদখল উদ্ধারের কাজ আটকে যাচ্ছে।”

পুলিশ-প্রশাসনকে রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট বার্তা দেন, নতুন করে যেন জমি জবরদখল না হয়। যে জমি দখল হয়েছে, তার তালিকা তৈরি করে ব্যক্তি মালিকানাবাদে যেগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি থেকে ১০০ ভাগ ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যাঁরা জমি জবরদখল করে সেখানে বিল্ডিং গড়ে অন্যকে বিক্রি করে পালিয়ে গিয়েছে, তারা যেখানেই থাকুক না কেন ধরে আনতে হবে। প্রয়োজনে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি ক্রোক করতে হবে।

জুন মাসের মধ্যে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বলেন, “ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। বেআইনি জবরদখলের ক্ষেত্রে কোনও বরদাস্ত নয়। এমনকী কোনও নেতাও যদি জবরদখলকারীর হয়ে বলতে আসে, তাহলে তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করুন।”

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version