Sunday, December 21, 2025

ফের নাটক? সিবিআই তদন্তে গতি চেয়ে নবান্ন অভিযানে ‘রাত দখলকারী’রা

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar medical College & Hospital)চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্তে গতি চেয়ে এবার নবান্ন অভিযানের ডাক রাত দখলকারীদের। আগামী ১৬ জানুয়ারি তাঁরা রানি রাসমণি রোডে অবস্থান বিক্ষোভের পর নবান্নতে (Nabanna) ডেপুটেশন জমা দেবেন বলে নয়া কর্মসূচির কথা জানিয়েছেন। যেখানে ঘটনার তদন্তে কেন্দ্রীয় এজেন্সি, মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)সেখানে ‘নবান্ন অভিযান’ কেন? তাহলে কি একসময় সিবিআই তদন্তের দাবি করা আন্দোলনকারীরা কেন্দ্রের গোয়েন্দাদের উপর আস্থা রাখতে পারছেন না? নাকি যেন তেন প্রকারে ফের রাজ্য সরকারের নাম জড়িয়ে রাজনৈতিক কর্মসূচির নামে খবরে থাকার চেষ্টা? মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ অথচ প্রায় ৬ মাস তদন্ত করে কোনও এতটুকু এগোতে পারেনি সিবিআই গোয়েন্দারা, সেখানে দাঁড়িয়ে নবান্ন অভিযানের ‘নাটক’ কেন, উঠছে প্রশ্ন।

মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে ১৪ অগাস্ট রাত দখলে কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়া অংশগ্রহণের অনুরোধ করা হয়েছিল। আন্দোলনকারীরা এবারেও সেই পথেই হাঁটতে চলেছেন বলে খবর। এই আন্দোলনের অন্যতম নেত্রী শতাব্দী দাস জানান, নবান্ন অভিযানের কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের মহিলারা আসতে পারেন। তবে দলীয় পতাকা ছাড়া আসতে হবে। কর্মসূচিতে রাজনৈতিক মতামত বা দলীয় পতাকা আনতে দেওয়া হবে না। রাত দখলের ডাক দেওয়া রিমঝিম সিনহা আন্দোলনের নাম ভাঙ্গিয়ে নিজের পেশাগত সুবিধা লাভের চেষ্টা করেছেন বলে আগেই অভিযোগ উঠেছিল। শহরের বুকে রাত দখলের ডাক দিয়ে রাতারাতি বিপ্লবীর তকমা পাওয়া ‘নেত্রী’র তরফে নির্যাতিতার বিচার চাওয়ার উদ্যোগ যে পাক্কা নিজের ফায়দা তোলার জন্য ছিল, তা স্পষ্ট হয়ে যায় চাকরি খোঁজার প্রোফাইলে রিমঝিম সিনহার আন্দোলনের প্রচারক পরিচয় দেওয়ার পরই। এবার ফের এক কর্মসূচি, যদিও এখনও রিমঝিম এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু কেন রাজ্য সরকারের কাছে ডেপুটেশন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং রাজ্য তথা কলকাতা পুলিশকে তুলোধোনা করে এনারাই CBI তদন্তের দাবিতে সোচ্চার হয়েছিলেন? ধর্ষণ-খুন কাণ্ডের পর ৬ মাসেও কোনও অ্যারেস্ট করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। সুপ্রিম আদালতে শুধু তারিখের পর তারিখ আসছে, শুনানি চলছে কিন্তু তাতে নতুন কোনও তথ্য নেই। আস্থা হারাচ্ছেন মৃতার পরিবারও। সেইসময়ের ‘প্রতিবাদী’ অনেকেই বলতে শুরু করেছেন রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে এতদিনে বিচার পেয়ে যেতেন নির্যাতিতা। এর মাঝেই নতুন বছরের প্রথম মাসে নবান্ন অভিযানের নাটক কি আদৌ কোনও প্রভাব ফেলবে, সেটাই দেখার।

_

_

_

_

_

_

_

_

 

spot_img

Related articles

জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস, গুরুতর আহত ৩৫

শনিবার জম্মুর রিং রোডের (Ring Road in Jammu) কাছে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি স্কুল...

ছুটির দিনে ব্যাহত অনলাইন পেমেন্ট পরিষেবা: হয়রান কলকাতা মেট্রো যাত্রীরা

ঘটা করে ডিজিটাল ভারত-এর প্রচার করতে এতটুকু দ্বিধা করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তাঁর কেন্দ্র সরকারি দফতরগুলি...

অপেক্ষার অবসান, মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গে 

হাড় কাঁপানো শীত আর অবিরাম তুষারপাতে শনিবার রাত থেকে বরফের চাদরে ঢাকলো পুরো কাশ্মীর। রবির সকালেও একই ছবির...

পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর 

ঘন কুয়াশার দাপটে রবিবাসরীয় সকালে পথ দুর্ঘটনা। জলপাইগুড়িতে দশ চাকার ট্রাকের ধাক্কায় (accident in Jalpaiguri) মৃত্যু হলেও ঘুঘু...