Sunday, August 24, 2025

লোকসভা নির্বাচনের পরে সরকার তৈরিতে দেশের দুই নেতাকে ফের দলে টেনে নরেন্দ্র মোদি সরকার গঠন করলেও আদতে যে বিহার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএ (NDA) জোটে শক্ত অবস্থানে নেই তা আরও একবার পরখ করলেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। ইন্ডিয়া জোটে (I.N.D.I.A. alliance) যোগ দেওয়ার প্রস্তাব অবশ্য সরাসরি নাকচ করেননি নীতীশ। রসিকতার চলে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছেন।

সম্প্রতি বিহারে সিভিল সার্ভিস (BCS) পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে কোণঠাসা নীতীশ সরকার। কোনও রাজনৈতিক ব্যানার ছাড়াই চাকরিপ্রার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে অনড় থেকে আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে বিজেপির দমন নীতিই প্রয়োগ করছে নীতীশ সরকার। এরকম অস্থিরতার মাঝেই ফের একবার বিহারের এনডিএ (NDA) জোট ভাঙানোর প্রচেষ্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav)।

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লালু প্রসাদ বলেন নীতীশ কুমার (Nitish Kumar) মহাজোটে যোগদান করতেই পারেন। তাঁকে একসঙ্গে কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া হবে। তার ভুল ক্ষমা করে দেওয়া হবে। এরই প্রতিক্রিয়া দিতে গিয়ে নীতীশ শুধু হেসে বলেন, “আপনারা যে কি বলছেন”।

নিতীশ কুমার (Nitish Kumar) নেতিবাচক উত্তর না দেওয়াতে ফের একবার রাজনৈতিক মহলে জল্পনা। যদিও বিজেপি বিরোধী জোটের দুর্বলতার কারণে লালু ফের নীতীশকে চাইছেন, এরকম দাবি উঠতেই তা উড়িয়ে দেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। তাঁর দাবি, সংবাদ মাধ্যম বারবার সব প্রশ্নকে একটি দিকে নিয়ে যাওয়ায় লালু নীতীশ সম্পর্কে এমন উক্তি করেছেন। বিজেপি বিরোধী জোটে নীতীশকে নেওয়ার কোনও অভিপ্রায় যে আরজেডির নেই তা স্পষ্ট জানিয়ে দেন লালুপুত্র।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version