Sunday, May 4, 2025

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে। পুণ্যস্নান উপলক্ষ্যে লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড়ে ঠাসা থাকবে সাগরদ্বীপ। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এদিকে, বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়িয়েছে সুন্দরবন পুলিশ জেলা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জল সীমানা প্রায় ১৫০ কিমি দীর্ঘ। বঙ্গোপসাগরে উপকূলরক্ষী বাহিনী ও নৌ বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। পাশাপাশি সুন্দরবন পুলিশের পক্ষ থেকেও বঙ্গোপসাগর ও নদীতে এফআইবি দিয়ে সার্চিং অপারেশন ও পেট্রলিং চলছে।

মূলত পেট্রলিং চলছে গোবর্ধনপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ ও সাগরে। তল্লাশি চলছে মৎস্যজীবীদের ট্রলারেও। এছাড়াও মৎস্যজীবীদের বৈধ পরিচয়পত্র, লাইসেন্স খতিয়ে দেখছে পুলিশ। গঙ্গাসাগর মেলার জন্য জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং বিএসএফের সঙ্গে সমন্বয় রেখেই নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।

সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন,  এই বছর গঙ্গাসাগর মেলায় ১২ হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীপথে চলছে কড়া নজরদারি। জলপথে অচেনা কিছু চোখে পড়লে পুলিশকে খবর দিতে বলা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের। মূলত গঙ্গাসাগর মেলার জন্য জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version