Friday, August 22, 2025

কেন সিডনি টেস্টে নেই রোহিত? ভিন্ন ব্যাখ্যা বুমরাহ-পন্থের

Date:

রোহিত শর্মার সিডনি টেস্ট না খেলা নিয়ে টিম ইন্ডিয়া থেকে এল দু’রকম বার্তা। সকালে অধিনায়ক যশপ্রীত বুমরাহর কথা সঙ্গে মিল খেল না ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসা ঋষভ পন্থের কথা।

আজ থেকে সিডনিতে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। হারলে পরে ছিটকে যাবে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে। এমন অবস্থায় এই টেস্টে নেই রোহিত শর্মা। জল্পনা ছিল শুক্রবারের টেস্টে খেলবেন না রোহিত। আর সেই জল্পনাই সত্যি হয়। পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। কেন সিডনি টেস্টে নেই রোহিত । সেই টসের পর মুখ খুলেছিলেন পঞ্চম টেস্টের অধিনায়ক যশপ্রীত বুমরাহ । তিনি তখন বলেছিলেন, “আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভাল হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।”

তবে বুমরাহর এই কথার সঙ্গে একেবারেই মিল খেল না ম্যাচ শেষে সাংবাদিক বৈঠক করতে আসা পন্থের। সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই রোহিতকে প্রশ্ন ধেয়ে আসে পন্থের দিকে। সেই জবাবে পন্থ বলেন, “ রোহিতের না থাকার সিদ্ধান্ত আমাদের যথেষ্ট আবেগপ্রবণ করে দিয়েছে। কারণ ও দীর্ঘদিন ধরে আমাদের অধিনায়ক। আমরা ওকে দলের নেতা হিসেবেই দেখি। কিছু সিদ্ধান্তে আমরা থাকতে পারি না। সেগুলো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ফলে এই সিদ্ধান্ত নিয়ে কী কথাবার্তা হয়েছে, আমি তার অংশ ছিলাম না। এর থেকে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।”

আর এতেই স্পষ্ট পন্থের ব্যাখ্যা ভিন্ন আর বুমরাহর ব্যাখ্যা আলাদা। বুমরাহর কথা অনুযায়ী রোহিত নিজেই বিশ্রামে। নিজের থেকেই সরে গিয়েছেন। আর পন্থের কথা অনুযায়ী রোহিতের সিডনি টেস্টে না থাকা ‘ম্যানেজমেন্টের সিদ্ধান্ত’।

আরও পড়ুন- হায়দরাবাদকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version