জন্ম শতবার্ষিকীতে স্মৃতিচারণে অমলকান্তির স্রষ্টা। বিগত এক বছর ধরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা সভা হয়েছে। শনিবার ছিল এই কর্মসূচির সমাপ্তির দিন। উপস্থিত ছিলেন বিশেষ বক্তা হিসেবে অধ্যাপক দীপেশ চক্রবর্তী এবং বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও তার ছবিতে মাল্যদান করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। তাই কবি, লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীও রোদ্দুর হয়েই থেকে গেলেন, থেকে যাবেন। ইতিমধ্যেই একাধিক সুখপাঠ্যর লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবার্ষিকীতে প্রকাশিত হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায় ও সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ‘শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী’। এদিন পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। কবিকে নিয়ে তৈরি হয়েছে একটি উদযাপন কমিটি। সেখানে সভাপতি হিসেবে রয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সহ-সভাপতি করা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রায় সমসাময়িক সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, তিনি খুব কাছ থেকে দেখেছেন তাঁকে। নীরেন্দ্রনাথের সঙ্গে প্রথম আলাপে মুগ্ধ হয়েছিলেন শীর্ষেন্দু বাবু। নীরেন্দ্রনাথ যেভাবে কবিতা লিখতেন তা থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন তা চিরস্মরণীয় বলেও জানান।

আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে সোজা দিল্লি! ১২ অবৈধ বাংলাদেশী নাগরিক গ্রেফতার

_

_

_

_

_

_

_

_
_