Sunday, November 9, 2025

দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেবাশ্রয়, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রেজিস্ট্রেশন

Date:

অবিশ্বাস্য সাড়া মিলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সুস্বাস্থ্য শিবির সেবাশ্রয়ে (Sebaashray)। ডায়মন্ড হারবারজুড়ে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবির চলছে দুর্বার গতিতে। প্ৰতিদিনই ছাড়িয়ে যাচ্ছে রেজিস্ট্রেশনের (registration) সংখ্যা। প্রথম দুদিন রেকর্ড সংখ্যক স্বাস্থ্য পরীক্ষার পর তৃতীয় দিন শনিবারও ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিভিন্ন এলাকার সেবাশ্রয় শিবিরগুলিতে অগুণতি মানুষের ভিড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহতী প্রয়াসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন মানুষ আর বিনামূল্যে চিকিৎসা (free treatment) পরিষেবা পেয়ে উপকৃত সাধারণ মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করছেন সাংসদকে।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শিবির জুড়ে ছিল জনজোয়ার। দ্বিতীয়দিন শুক্রবার ৪১টি শিবিরে উপস্থিত ছিলেন ৬,৯৪৫ জন। তার মধ্যে ৪,৩১২ জনের স্বাস্থ্য পরীক্ষা (health checkup) করা হয়েছে। ৩,৯৪২ জনকে ওষুধ (medicine) বিতরণ করা হয়েছে। এছাড়াও ২৩৬ জন রোগীকে রেফার (referral) করা হয়েছে। শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা গতদিনের তুলনায় ১২৫৬ জন বেশি। তৃতীয় দিনে আরও মানুষের ভিড়। ফলে উত্তরোত্তর যে বাড়বে এই সংখ্যা, তা বলার অপেক্ষারাখে না। সেবাশ্রয়ে (Sena Ashray) প্রথম দিনেই পা রেখেছিলেন ৫৬৮৯ জন। তার মধ্যে ৩৩৪০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বিনামূল্যে, ওষুধ দেওয়া হয়েছে ২৬০০ জনকে। আর রেফার করা হয়েছে ১৮১ জনকে।

৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির (health checkup camp) চলবে। সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে প্রতি ১০ দিন ধরে ৪০-৫০টি শিবির হবে। মোট ৩০০টি শিবিরের (camps) আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version