Thursday, August 21, 2025

তাঁর নামেই সিরিজ, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পেলেন না গাভাস্কর, দিলেন ক্ষোভ উগরে

Date:

বর্ডার-গাভাস্কর সিরিজে একেরপর এক বিতর্ক। বর্ডার-গাভাসকর ট্রফি। দুই দেশের দুই কিংবদন্তির নামাঙ্কিত সিরিজ। একজন হলেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যালন বর্ডার , আর আরেকজন হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। পঞ্চম টেস্টে টিম ইন্ডিয়াকে হারিয়ে বর্ডার-গাভাস্কর সিরিজ জয় করেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পেলেন না সুনীল গাভাস্কর। যা নিয়ে রীতিমত ক্ষুদ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার।

রবিবার সিডনিতে টেস্ট জিতে প্রায় ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফিজয় করে অস্ট্রেলিয়া। মাঠে বসেই সেই মুহূর্তের সাক্ষী থাকেন সুনীল গাভাস্কর এবং অ্যালান বর্ডার, যাঁদের নামে নামাঙ্কিত এই সিরিজ। সেই ম্যাচ শেষ হওয়ার পরে দেখা যায়, পুরস্কার প্রদানের মঞ্চে হাজির ছিলেন বর্ডার। কিন্তু ডাকা হয়নি গাভাস্করকে। সিরিজ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন বর্ডার। ধারাভাষ্য দিতে মাঠে হাজির থাকা গাভাস্করকে অবশ্য অনুষ্ঠানের ডাকা হয়নি। আর এই ঘটনায় হতাশ গাওস্কর। তাঁর মনে হয়েছে, তিনি ভারতীয় বলেই তাঁকে ডাকা হয়নি।

এই নিয়ে গাভাস্কর বলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে আমার ভালই লাগত। এটা তো বর্ডার-গাভাস্কর ট্রফি। অস্ট্রেলিয়া ও ভারত এই সিরিজ খেলে। আমার মনে হয়, আমি ভারতীয় বলেই আমাকে ডাকা হল না।“ এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ আমি তো মাঠেই ছিলাম। আমাকে ডাকাই যেত। কে জিতল তার উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ভর করে না। অস্ট্রেলিয়া যোগ্য দল হিসাবে জিতেছে। আমার বন্ধু বর্ডারের সঙ্গে আমিও কামিন্সের হাতে ট্রফি তুলে দিতে পারতাম।“

আরও পড়ুন- রোহিত-বিরাটের অবসর নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ ?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version