সেলা হ্রদ জমে বরফ, হিমায়িত জলে হাঁটতে গিয়ে দুর্ঘটনার কবলে পর্যটকরা

অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং জেলার সেলা হ্রদে বরফ জমা জলে আটকে পড়লেন পর্যটকরা। তড়িঘড়ি শুরু উদ্ধারকাজ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে হ্রদে পর্যটকরা হিমায়িত জলের উপর হাঁটার চেষ্টা করতে গিয়ে বরফ ভেঙে আটকে পড়েন। দ্রুত আশপাশের লোকেরা দড়ি নিয়ে উদ্ধারকাজে এগিয়ে আসেন। এরপরই প্রশাসনের তরফে সকলকে সতর্ক করা হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অরুণাচল প্রদেশের মনোরম পাহাড় এবং হ্রদ প্রতি বছর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ করে শীতে হিমায়িত হ্রদ দেখার আগ্রহ থাকে সকলেরই। কিন্তু যেভাবে বরফ দিয়ে হাঁটার সময় চাঁই ভেঙ্গে দুর্ঘটনা ঘটেছে তাতে হিমায়িত হ্রদে হাঁটা এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন।

_

_

_

_

_

_

_

_