Tuesday, November 4, 2025

বাংলায় অবৈধ ঘাঁটি, ভেস্তে দিল পুলিশ, বিএসএফের ফাঁক গলে পার নাবালিকার!

Date:

বাংলা-বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি সঠিক হলে বাংলায় যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের থাকা সম্ভব না, তা ফের একবার প্রমাণ করল রাজ্য পুলিশ। বিএসএফের (BSF) ফাঁক গলে কীভাবে নাবালিকাও বাংলাদেশ থেকে পালিয়ে আসতে পারে তারও প্রমাণ মিলল। নদিয়ার কল্যাণী (Kalyani) থেকে গ্রেফতার করা হল দুই যুবককে। অন্যদিকে এনআরএস হাসপাতাল (NRS Hospital) এলাকা থেকে এক বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করা হল অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে।

বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ ও থাকার অপরাধে বসিরহাট থানার (Basirhat police station) পুলিশ গ্রেফতার করেছিল সোহাগ মীর নামের যুবক। জেল থেকে ছাড়া পাওয়ার পরেও সে বাংলাদেশে ফিরে যায়নি। ফের সেই অবৈধ বাসিন্দাকেই নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করল পুলিশ। তার সঙ্গে গ্রেফতার হল প্রণয় জয়ধর নামে আরেক যুবক। বাংলাদেশের এই বাসিন্দারও কোনও বৈধ ভারতীয় পরিচয়পত্র (identity proof) নেই। কল্যাণীর মুরাতিপুর এলাকা থেকে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপরই প্রশ্ন উঠেছে একবার ভারতীয় পরিচয়পত্র না থাকায় গ্রেফতার হওয়ার পরেও কীভাবে ভারতে এতদিন ছিলেন সোহাগ মীর।

পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে বসিরহাটে গ্রেফতার হওয়ার পরে জেলমুক্ত হয়ে কাশ্মীরে (Kashmir) চলে গিয়েছিল মীর। তা সত্ত্বেও কীভাবে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়িয়ে গেল এই ব্যক্তি। তবে বাংলার পুলিশের সজাগ দৃষ্টিতে লুকিয়ে ভারতে থাকা সেই মীর সহ আরও এক অবৈধ বাংলাদেশীকেও গ্রেফতার করল নদিয়া পুলিশ।

তবে বিএসএফের (BSF) নজরদারি এতটাই ব্যর্থ সীমান্তে নিরাপত্তা দিতে, যে সেই ফাঁক গলে এক বাংলাদেশের নাবালিকাও। বরিশালের বাসিন্দা ওই নাবালিকা তিন মাস আগে ভারতে আসে বলে সে জানায়। বাবা-মায়ের উপর রাগ করে ভারতে চলে আসে বলে যে দাবি ওই নাবালিকা করেছে তা স্পষ্ট করে দিচ্ছে বিএসএফের (BSF) ফাঁকফোঁকর। মুম্বই পর্যন্ত পালিয়ে গিয়ে পরিচারিকার কাজও সে করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version