Sunday, November 9, 2025

বাংলায় অবৈধ ঘাঁটি, ভেস্তে দিল পুলিশ, বিএসএফের ফাঁক গলে পার নাবালিকার!

Date:

বাংলা-বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি সঠিক হলে বাংলায় যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের থাকা সম্ভব না, তা ফের একবার প্রমাণ করল রাজ্য পুলিশ। বিএসএফের (BSF) ফাঁক গলে কীভাবে নাবালিকাও বাংলাদেশ থেকে পালিয়ে আসতে পারে তারও প্রমাণ মিলল। নদিয়ার কল্যাণী (Kalyani) থেকে গ্রেফতার করা হল দুই যুবককে। অন্যদিকে এনআরএস হাসপাতাল (NRS Hospital) এলাকা থেকে এক বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করা হল অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে।

বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ ও থাকার অপরাধে বসিরহাট থানার (Basirhat police station) পুলিশ গ্রেফতার করেছিল সোহাগ মীর নামের যুবক। জেল থেকে ছাড়া পাওয়ার পরেও সে বাংলাদেশে ফিরে যায়নি। ফের সেই অবৈধ বাসিন্দাকেই নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করল পুলিশ। তার সঙ্গে গ্রেফতার হল প্রণয় জয়ধর নামে আরেক যুবক। বাংলাদেশের এই বাসিন্দারও কোনও বৈধ ভারতীয় পরিচয়পত্র (identity proof) নেই। কল্যাণীর মুরাতিপুর এলাকা থেকে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপরই প্রশ্ন উঠেছে একবার ভারতীয় পরিচয়পত্র না থাকায় গ্রেফতার হওয়ার পরেও কীভাবে ভারতে এতদিন ছিলেন সোহাগ মীর।

পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে বসিরহাটে গ্রেফতার হওয়ার পরে জেলমুক্ত হয়ে কাশ্মীরে (Kashmir) চলে গিয়েছিল মীর। তা সত্ত্বেও কীভাবে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়িয়ে গেল এই ব্যক্তি। তবে বাংলার পুলিশের সজাগ দৃষ্টিতে লুকিয়ে ভারতে থাকা সেই মীর সহ আরও এক অবৈধ বাংলাদেশীকেও গ্রেফতার করল নদিয়া পুলিশ।

তবে বিএসএফের (BSF) নজরদারি এতটাই ব্যর্থ সীমান্তে নিরাপত্তা দিতে, যে সেই ফাঁক গলে এক বাংলাদেশের নাবালিকাও। বরিশালের বাসিন্দা ওই নাবালিকা তিন মাস আগে ভারতে আসে বলে সে জানায়। বাবা-মায়ের উপর রাগ করে ভারতে চলে আসে বলে যে দাবি ওই নাবালিকা করেছে তা স্পষ্ট করে দিচ্ছে বিএসএফের (BSF) ফাঁকফোঁকর। মুম্বই পর্যন্ত পালিয়ে গিয়ে পরিচারিকার কাজও সে করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version