Saturday, May 3, 2025

বাংলা আজ আইটি হাব থেকে শিল্পের পাওয়ার হাউস, লক্ষ-কোটি বিনিয়োগে বাড়ছে কর্মসংস্থান

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ পরিচালনায় বাংলা আজ আইটি হাব থেকে শিল্পের পাওয়ার হাউসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর দূরদর্শিতায় বাংলা অব্যাহত রেখেছে উন্নয়নের জয়যাত্রা। বাংলা আজ হয়ে উঠেছে ভারতের অন্যতম বিনিয়োগ ক্ষেত্র। ইনফোসিস থেকে এনটিটি, শ্যাম স্টিল থেকে ধুন্সেরি পলি ফিল্মস রাজ্যে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। তার ফলে গড়ে উঠছে শিল্প ক্ষেত্র। দুয়ার খুলে যাচ্ছে প্রচুর কর্মসংস্থানেরও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনে বাংলায় শিল্পের অগ্রগতি চোখে পড়ার মতো। শিল্প ক্ষেত্র থেকে শুরু করে নানা ক্ষেত্রে রাজ্যের অর্থনৈতিক উত্থান অনস্বীকার্য। ২০২৪ থেকে ২০২৫ সালে ১০.৫ শতাংশ অনুমিত জিএসডিপি বৃদ্ধি পেয়েছে। ইনফোসিস নিউটাউনে ৪২৬ কোটি টাকা একটি অত্যাধুনিক উন্নয়ন কেন্দ্র স্থাপন করেছে। এখানে ৪ হাজার জনেরও বেশি পেশাদার নিয়োগ করা হয়েছে এবং ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল পরিষেবাগুলিতে ফোকাস করা হয়েছে। এটি বাংলার জন্য প্রযুক্তিগত দিকের সত্যিকারের একটি মাইলফলক।

উৎপাদন এখন উন্নতিশীল। বাংলা শিল্পবৃদ্ধির জন্য শ্যাম স্টিল এবং ধুন্সেরি পলি ফিল্মস বৃহৎ শিল্প সংস্থা ২১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। কলকাতার ডেটা হাব হিসেবে দ্রুত রূপান্তরিত হচ্ছে। বিশ্বব্যাপী সংস্থা এনটিটি এবং কন্ট্রোল এস ডেটা সেন্টারগুলির মতো ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রাজ্যের ডিজিটাল ভবিষ্যতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। এমএসএমই বিভাগেও উন্নয়ন চোখে পড়ার মতো। বাংলা এই বিভাগে তার ১.৫৩ লক্ষ কোটি টাকার ক্রেডিট লক্ষ্য ছাড়িয়েছে। বেঙ্গল শপিং ফেস্টিভালে ১.৫ লক্ষের বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছে। সমস্ত ব্যক্তিদের ১০০ কোটি টাকার বেশি আয় করেছে। আইটি হাত থেকে শিল্পের পাওয়ার হাউসের রূপান্তরিত হচ্ছে বাংলা। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫-এর মতো ইভেন্টের মাধ্যমে বাংলা আজ ভারতের বিনিয়োগ ক্ষেত্র হিসেবে উজ্জ্বল হতে প্রস্তুত।

আরও পড়ুন- ভারতেও HMPV-র সন্ধান, দুজনের দেহে মিলল ভাইরাস

—

 

—

 

—

 

—

 

Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...
Exit mobile version