Saturday, November 8, 2025

দেশের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে আচমকাই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)। নিজের দল লিবেরাল পার্টি (Liberal Party) ও গভর্নর জেনারেল উভয়ের কাছেই দল ও দেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নিজেই প্রকাশ্যে জানালেন সে কথা।

সম্প্রতি কানাডার অর্থনীতি, সন্ত্রাসদমন ও বৈদেশিক নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন জাস্টিন ট্রুডো। জি-টোয়েন্টি থেকে একাধিক শীর্ষ সম্মেলনে কার্যত ব্রাত্য থেকে যেতে দেখা গিয়েছে ট্রুডোকে। অন্যদিকে আমেরিকায় রাষ্ট্রপতি পদে ট্রাম্পের (Donald Trump) জয়ী হওয়ার পরে অনুপ্রবেশ ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বৈঠক হয় দুই রাষ্ট্র নেতার। সেখানেও ব্যাকফুটে চলে আসেন ট্রুডো।

এরপরই ট্রুডোকে কাঠগড়ায় তুলে পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড (Chrystia Freeland)। তিনি অভিযোগ তোলেন অর্থনৈতিক সংস্কারের দিকে নজর না দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বৈদেশিক বাণিজ্য নিয়ে যে নীতি তিনি নিয়েছেন তাতে দেশের অর্থনীতি আরও তলানিতে চলে যাবে। অন্যদিকে খালিস্তানি (Khalistani) জঙ্গিদের আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে সুর চালানোর পর ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও বিশ্বের কাছে ট্রুডোর দ্বিচারিতার পর্দা ফাঁস করা হয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার সকালে ট্রুডো (Justin Trudeau) ঘোষণা করেন তিনি দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে চলেছেন। বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তাদের আদর্শ সংখ্যাগরিষ্ঠতা নেই বলে তিনি জানান। তাই দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন বলেও গভর্নরের কাছে অনুরোধ করেন তিনি। কানাডার পাশে থাকার বার্তা দিলেও তাঁর জমানায় কানাডার সংসদ যে অচলাবস্থার মধ্যে পড়ে রয়েছে তাও স্বীকার করে নেন তিনি। লিবেরাল পার্টিকে (Liberal Party) পরবর্তী নেতা নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন ট্রুডো।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version