Thursday, August 21, 2025

নির্বাচনে জিততে লক্ষ্মীর ভাণ্ডার নকল কংগ্রেসের! দিল্লিতে ঘোষণা করতে ছুটলেন শিবকুমার

Date:

দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পুরোপুরি এড়িয়ে একা লড়ার ঘোষণা করেছে আম আদমি পার্টি (AAP)। মুখ বুজে সেই অপমান সহ্য করতে হয়েছে কংগ্রেসকে। এরপরেও আপের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি দিল্লির কংগ্রেস (Delhi Congress) নেতারা। এবার দিল্লির কংগ্রেসও প্রতিশ্রুতির পথে। এক সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছিল কংগ্রেস, ভোটে জিততে সেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) প্রকল্পকেই ধার করতে হল কংগ্রেসকে।

দিল্লিতে কংগ্রেস যে একেবারে নেতৃত্বহীনতায় ভুগছে, লোকসভা নির্বাচনে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার দিল্লি বিধানসভায় প্রচার করতে কর্ণাটক (Karnataka) থেকে উড়িয়ে নিয়ে যেতে হল উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে (D K Shivkumar)। বাংলায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আনার পরে একের পর এক বিজেপি শাসিত রাজ্য সেই প্রকল্পকে নকল করেছে। এরই মধ্যে কর্ণাটকে ক্ষমতায় আসতে লক্ষ্ণীর ভাণ্ডারের নকল করে প্রকল্পের ঘোষণা করেছিল কংগ্রেস। ফলাফল হিসাবে কর্ণাটকে ক্ষমতায় আসে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার জুটি।

এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য ভাতার ঘোষণা করেছেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি মহিলাদের জন্য মাসিক হাজার টাকা সম্মান প্রকল্প ঘোষণা করেন। সেই টাকা বাড়িয়ে ২১০০ টাকা করা হবে বলেও জানান। এবার সেই টাকার অঙ্ক বাড়িয়ে মাসিক ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল কংগ্রেসের তরফে। কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমারের (D K Shivkumar) দাবি, কর্ণাটকে এই প্রকল্প সফল হওয়ায় দিল্লিতেও এই প্রকল্প রূপায়নের কথা ভাবছে কংগ্রেস। অথচ এর মধ্যে যে বিধানসভা নির্বাচনগুলি হয়েছে, সেখানে এমন প্রতিশ্রুতি দেখা যায়নি কংগ্রেসের তরফে। দিল্লি নির্বাচনে আপের কাছে পরাজিত হওয়ার আশঙ্কায় এবার প্রতিশ্রুতির পথে কংগ্রেস।

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version