একছাতার তলায় মিলছে চিকিৎসার সমস্ত পরিষেবা। ব্যয়বহুল স্বাস্থ্য পরীক্ষা থেকে উন্নত হাসপাতালে রেফার। সবই মিলছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। ডায়মন্ড হারবারে এই ‘সেবাশ্রয়’ শিবির আক্ষরিক অর্থেই গরিব মানুষের কাছে সঞ্জীবনী হয়ে উঠেছে।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব খেটে-খাওয়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন একেবারে বিনামূল্যে। এমন মানবিক সাংসদকে পেয়ে গর্বিত সকল ডায়মন্ড হারবারবাসী। বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা নিতে পঞ্চম দিনেও মানুষের ঢল নামল সেবাশ্রয় শিবিরগুলিতে। মানুষের প্রবল উৎসাহে এদিন ফের তৈরি হল নয়া রেকর্ড।
#Sebaashray has reached the halfway mark in Diamond Harbour Assembly Constituency, and the results are undeniable:
🩺 41 health camps have provided 58,582 individuals with free, high-quality medical care
🔬 32,067 diagnostic tests conducted
💊 30,049 people received free… pic.twitter.com/TRMRedPxzM— Abhishek Banerjee (@abhishekaitc) January 6, 2025
ডায়মণ্ড হারবার বিধানসভার ৪১টি শিবিরে এদিন উপস্থিতি ছিল ১৮,৭৭৫ জনের। গত দিনের তুলনা তা প্রায় তিন হাজার বেশি। ৮,৮৯৫ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, ওষুধ বিতরণ করা হয়েছে ৮,৮৬২ জনকে। আর উন্নত হাসপাতালে ৩০২ জনকে রেফার করা হয়েছে। প্রথম চারদিনের উপস্থিতি ছিল যথাক্রমে ৫,৬৮৯, ৬,৯৪৫ ও ১১,৩৮৮ ও ১৫,৭৮৫ জনের। স্বাস্থ্য পরীক্ষা হয় যথাক্রমে ৩৩৪০, ৪৩১২, ৭০৫৩ ও ৮৪৬৭ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২, ৬৫৩৭ ও ৮১০৮ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬, ২৫৩ ও ৩৬০ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে। এভাবেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাকে এনে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়। মানুষকে সুস্থ-সবল রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবারবাসী।
আরও পড়ুন- কমসংখ্যক পড়ুয়ার স্কুলগুলিকে শীঘ্রই সংযুক্ত করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী
_
_
_
_
_
_
_
_