Monday, August 25, 2025

একছাতার তলায় মিলছে চিকিৎসার সমস্ত পরিষেবা। ব্যয়বহুল স্বাস্থ্য পরীক্ষা থেকে উন্নত হাসপাতালে রেফার। সবই মিলছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। ডায়মন্ড হারবারে এই ‘সেবাশ্রয়’ শিবির আক্ষরিক অর্থেই গরিব মানুষের কাছে সঞ্জীবনী হয়ে উঠেছে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব খেটে-খাওয়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন একেবারে বিনামূল্যে। এমন মানবিক সাংসদকে পেয়ে গর্বিত সকল ডায়মন্ড হারবারবাসী। বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা নিতে পঞ্চম দিনেও মানুষের ঢল নামল সেবাশ্রয় শিবিরগুলিতে। মানুষের প্রবল উৎসাহে এদিন ফের তৈরি হল নয়া রেকর্ড।

 

ডায়মণ্ড হারবার বিধানসভার ৪১টি শিবিরে এদিন উপস্থিতি ছিল ১৮,৭৭৫ জনের। গত দিনের তুলনা তা প্রায় তিন হাজার বেশি। ৮,৮৯৫ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, ওষুধ বিতরণ করা হয়েছে ৮,৮৬২ জনকে। আর উন্নত হাসপাতালে ৩০২ জনকে রেফার করা হয়েছে। প্রথম চারদিনের উপস্থিতি ছিল যথাক্রমে ৫,৬৮৯, ৬,৯৪৫ ও ১১,৩৮৮ ও ১৫,৭৮৫ জনের। স্বাস্থ্য পরীক্ষা হয় যথাক্রমে ৩৩৪০, ৪৩১২, ৭০৫৩ ও ৮৪৬৭ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২, ৬৫৩৭ ও ৮১০৮ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬, ২৫৩ ও ৩৬০ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে। এভাবেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাকে এনে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়। মানুষকে সুস্থ-সবল রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবারবাসী।

আরও পড়ুন- কমসংখ্যক পড়ুয়ার স্কুলগুলিকে শীঘ্রই সংযুক্ত করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী

_

_

_

_

_

_

_

_

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version