Sunday, November 2, 2025

ক্লান্ত ক্রিকেটাররা, দ্রুত দেশে ফিরতে চাইছেন বিরাট-রোহিতরা : সুত্র

Date:

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি । সিরিজে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া । ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় ভারতের । এই সিরিজ খেলতে ২ মাস অস্ট্রেলিয়ায় ছিলেন বিরাট কোহলি, কে এল রাহুলরা । আর এবার নাকি আর অস্ট্রেলিয়ায় থাকতে চাইছেন না ভারতীয় দলের ক্রিকেটারেরা। সূত্রের খবর দ্রুত দেশে ফিরতে চাইছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা । দ্রুত বাড়ি ফিরতে চাইছেন। কিন্তু একসঙ্গে সকলের বিমানের টিকিট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘দলের লজিস্টিক্স ম্যানেজার দ্রুত ব্যবস্থার চেষ্টা করছেন। যেমন টিকিট পাওয়া যাচ্ছে, সে ভাবে দেশে ফেরার বিমান ধরছেন ক্রিকেটারেরা।” এছাড়াও জানা যাচ্ছে, সকলে একসঙ্গে না ফেরায় আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। নিজেদের সুবিধা মতো শহরে ফিরবেন ক্রিকেটার এবং কোচেরা। সোমবার সকালে কয়েক জন সিনিয়র ক্রিকেটার বিমানে উঠে পড়েছেন। আশা করা হচ্ছে, মঙ্গলবার সকালের মধ্যে সকলে বিমানে উঠে পড়তে পারবেন।

গত নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যায় টিম ইন্ডিয়া । অস্ট্রেলিয়ায় ৭৭০০ কিলোমিটারের বেশি সফর করতে হয়েছে ভারতীয় দলকে। পাঁচটি টেস্ট খেলতে পাঁচ জায়গায় সফর করতে হয় টিম ইন্ডিয়াকে। আর এতেই ক্লান্ত ক্রিকেটারেরা । দ্রুত বাড়ি ফিরে বিশ্রাম নিতে চাইছেন। সূত্রের খবর, ক্রিকেটারদের অনুরোধ রাখতে গিয়ে সমস্যায় পড়েছেন ভারতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার। ক্রিকেটারদের যাওয়া-আসা, থাকার ব্যবস্থা করার দায়িত্ব থাকে তাঁর উপর। সব ক্রিকেটারের একসঙ্গে ফেরার ব্যবস্থা করতে পারেননি তিনি। কারণ এত কম সময়ে একসঙ্গে এতগুলি টিকিট পাওয়া যায়নি।

আরও পড়ুন- রোহিতের ‘ভুয়ো’ স্ত্রীকে মেসেজ অশ্বিনের, ভুল বুঝতে পেরে কী করলেন তিনি ?

 

 

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version