Thursday, August 21, 2025

ক্লান্ত ক্রিকেটাররা, দ্রুত দেশে ফিরতে চাইছেন বিরাট-রোহিতরা : সুত্র

Date:

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি । সিরিজে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া । ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় ভারতের । এই সিরিজ খেলতে ২ মাস অস্ট্রেলিয়ায় ছিলেন বিরাট কোহলি, কে এল রাহুলরা । আর এবার নাকি আর অস্ট্রেলিয়ায় থাকতে চাইছেন না ভারতীয় দলের ক্রিকেটারেরা। সূত্রের খবর দ্রুত দেশে ফিরতে চাইছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা । দ্রুত বাড়ি ফিরতে চাইছেন। কিন্তু একসঙ্গে সকলের বিমানের টিকিট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘দলের লজিস্টিক্স ম্যানেজার দ্রুত ব্যবস্থার চেষ্টা করছেন। যেমন টিকিট পাওয়া যাচ্ছে, সে ভাবে দেশে ফেরার বিমান ধরছেন ক্রিকেটারেরা।” এছাড়াও জানা যাচ্ছে, সকলে একসঙ্গে না ফেরায় আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। নিজেদের সুবিধা মতো শহরে ফিরবেন ক্রিকেটার এবং কোচেরা। সোমবার সকালে কয়েক জন সিনিয়র ক্রিকেটার বিমানে উঠে পড়েছেন। আশা করা হচ্ছে, মঙ্গলবার সকালের মধ্যে সকলে বিমানে উঠে পড়তে পারবেন।

গত নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যায় টিম ইন্ডিয়া । অস্ট্রেলিয়ায় ৭৭০০ কিলোমিটারের বেশি সফর করতে হয়েছে ভারতীয় দলকে। পাঁচটি টেস্ট খেলতে পাঁচ জায়গায় সফর করতে হয় টিম ইন্ডিয়াকে। আর এতেই ক্লান্ত ক্রিকেটারেরা । দ্রুত বাড়ি ফিরে বিশ্রাম নিতে চাইছেন। সূত্রের খবর, ক্রিকেটারদের অনুরোধ রাখতে গিয়ে সমস্যায় পড়েছেন ভারতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার। ক্রিকেটারদের যাওয়া-আসা, থাকার ব্যবস্থা করার দায়িত্ব থাকে তাঁর উপর। সব ক্রিকেটারের একসঙ্গে ফেরার ব্যবস্থা করতে পারেননি তিনি। কারণ এত কম সময়ে একসঙ্গে এতগুলি টিকিট পাওয়া যায়নি।

আরও পড়ুন- রোহিতের ‘ভুয়ো’ স্ত্রীকে মেসেজ অশ্বিনের, ভুল বুঝতে পেরে কী করলেন তিনি ?

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version