Monday, January 12, 2026

২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যত কী? আজ শীর্ষ আদালতে SSC মামলা 

Date:

Share post:

মঙ্গলবার সুপ্রিম আদালতে (Supreme Court) ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের মামলা উঠতে চলেছে। চলতি বছরে এই মামলার এটি প্রথম শুনানি।এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (Sanjib Khanna) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানি হবে বলে খবর মিলেছে। গত বছরের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে দাবি করা হয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় যথাযথ নয়।কমিশনের তরফে জানানো হয়েছে যে ১৯ হাজার জনের চাকরি বৈধ। সেক্ষেত্রে পাঁচ হাজার অবৈধ চাকরির জন্য কেন পুরো প্যানেল বাতিল হবে?

২০২৪-এর ১৯ ডিসেম্বর এই মামলার গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই (CBI)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক-অশিক্ষক নিয়োগ মামলায় তদন্ত করতে নেমে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারেনি CBI। আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি সওয়ালে বলেন, “২০১৮ সাল থেকে আমরা ১০০০০ লোক চাকরি করছে। তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সিবিআই চারটি স্তরে তদন্ত করেছে, তাঁদের বিরদ্ধে কিছুই পাওয়া যায়নি৷ সেই ১০০০০ চাকুরিরতর ভবিষ্যত কী হবে? হাইকোর্ট এই ভাবে ২৬০০০ লোকের চাকরি বাতিল করার অর্ডার দেয় কী করে? অরিজিনাল ওএমআর শিট পাওয়া যাচ্ছে না বলে তাঁদের জীবন অন্ধকার করা যায় না!” অভিষেক মনু সিংভির মতোই ২৬০০০ চাকরি বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান। পাশাপাশি প্রধান বিচারপতি ওএমআর (OMR) শিটে রদবদল নিয়েও প্রশ্ন তুলেছিলেন। স্বপক্ষের বক্তব্য শোনার পর আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আদৌ কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারে কিনা সেই খবরে নজর থাকবে।

 

spot_img

Related articles

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...