Wednesday, December 17, 2025

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা বিজিবির, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন লেগেই আছে।এই পরিস্থিতেতে এবার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার মালদার বৈষ্ণনগর থানা এলাকার সুখদেবপুর গ্রামের সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি বিএসএফকে বাধা দিয়েছে শুনে সেখানে জড় হন গ্রামবাসীরা। ভারতীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে বন্দেমাতরম স্লোগান দিতে থাকেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুখদেবপুর গ্রামে ১০০ মিটারের কিছু বেশি জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। সেখানে বেড়া দেওয়ার জন্য বছরখানেক আগে বিজিবির সঙ্গে সহমতে পৌঁছয় বিএসএফ। এর পর শুরু হয় খুঁটি পোতার কাজ। প্রকৃত সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে পোঁতা হয় খুঁটি। সম্প্রতি সেই খুঁটিতে কাঁটাতার বাঁধার কাজ শুরু হয়েছিল। অভিযোগ তখনই কাঁটাতার লাগাতে বাধা দেয় বিজিবি। এর পর ফ্ল্যাগ মিটিংয়ে বসে দুপক্ষ। অভিযোগ সেখানে পুরনো অবস্থান থেকে সরে আসে বিজিবি। তবে অনুপ্রবেশ রুখতে বেড়া দিতে মরিয়া ছিল বিএসএফ।

এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলাদেশের আমার প্রতিবেশী। তাই ফাঁকা সীমান্ত দিয়ে যদি সে দেশ থেকে এখানে লোক ঢুকে পড়ে সেটা দেখার দায়িত্ব বিএসএফের।  কেন্দ্রের ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। আমাদের ভাষা অনেকটা এক। তাই বাংলার উপর একটা চাপ পড়েই, তার প্রভাব পড়ে। বাংলাদেশ নিয়ে একটি কথাও বলছে না কেন্দ্র। তাদের ব্যর্থতার জন্য সীমান্তে কাঁটাতার দিতে ব্যর্থ বিএসএফ।

ওয়াকিবহালমহলের মতে, ভারতকে সংঘর্ষে জড়াতে প্ররোচনা দিচ্ছে বাংলাদেশ। কোনওভাবে ভারত সেই ফাঁদে পা দিলে এক যোগে ভারতকে নিশানা করা শুরু করবে ইসলামিক দেশগুলি।তবে এদিন বিএসএফ আধিকারিকরা খুবই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। এব্যাপারে বিএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার কথা স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে বিএসএফ।
আসলে বাংলাদেশ অশান্ত হতেই অনুপ্রবেশের আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের নির্দেশে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে নথি দিয়ে বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় বেড়া দেওয়ার কাজ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

spot_img

Related articles

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...