Wednesday, November 5, 2025

ট্রুডো সরলে কানাডার প্রধানমন্ত্রী কে? কতটা সম্ভাবনা ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দের

Date:

আচমকাই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)। যদিও ২৪ মার্চ পর্যন্ত সংসদ মুলতুবি ঘোষণা করেছেন তিনি। ফলে এখুনি কানাডায় (Canada) নতুন প্রধানমন্ত্রীর সম্ভাবনা নেই। তবে দলের নেতার পদ থেকেও পদত্যাগের আবেদন করেছেন তিনি। সেক্ষেত্রে নতুন নেতা নির্বাচন করে প্রধানমন্ত্রীর লড়াইতে নামতে পারে লিবেরাল পার্টি (Liberal Party)। সেখানেই নাম উঠে আসছে বর্তমান পরিবহন মন্ত্রীর। কানাডার বর্তমান পরিবহন মন্ত্রী (Transport Minister) অনিতা আনন্দের (Anita Anand) উপর সম্প্রতি ভরসা বাড়িয়ে তাঁকে মন্ত্রিত্বে এনেছে তাঁর দল। এর আগে ট্রেজারি বোর্ডের দায়িত্ব সামলেছেন তিনি।

যদিও তাঁর এই দৌড়ে তাঁকে পেরোতে হবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের (Chrystia Freeland) মতো বাধা। কানাডার পদত্যাগী অর্থমন্ত্রীকে ট্রুডোর প্রতিপক্ষ হিসাবে দেখায় প্রধানমন্ত্রিত্বের দৌড়ে তিনিও এগিয়ে। সেই সঙ্গে এই দৌড়ে রয়েছেন মার্ক কার্নি (Mark Carney)। ব্যাঙ্ক অফ কানাডা (Bank of Canada) ও ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের প্রাক্তন গভর্নরের উপর দেশের ভগ্নপ্রায় অর্থনীতিতে ভরসা রাখতে পারে লিবেরাল পার্টি (Liberal Party)। যদিও তাঁকে নির্বাচনে লড়াই করে জিতে আসতে হবে।

তবে কানাডার (Canada) রীতি অনুযায়ী অক্টোবরে নির্বাচনের আগে প্রধানমন্ত্রিত্ব থেকে ট্রুডোর (Justin Trudeau) সরা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে মার্চে নতুন অধিবেশন শুরুর পরে নির্বাচন ঘোষণা হতে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কানাডার পূর্ববর্তী নির্বাচন অনুযায়ী গোটা প্রক্রিয়া শেষ হতে পাঁচ থেকে আট মাস সময় লাগে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version