Friday, December 19, 2025

অস্কারে ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি, ‘বেস্ট পিকচার ক্যাটাগরি’তে বাংলার ‘পুতুল’!

Date:

Share post:

ইতিহাস গড়ে ফেলল বাংলার ‘পুতুল’ (Putul)। অস্কারের দৌড়ে ‘সেরা ছবি’ বিভাগে এই প্রথম জায়গা করে নিল বাংলার কোনও সিনেমা। উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukherjee) ধন্যবাদ জানিয়েছেন অস্কার (OSCAR) পুরস্কারের সিলেকশন কমিটিকে। মঙ্গলবার সকালে ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জ্বলজ্বল করছে ‘পুতুল’-এর নাম। এর আগে ইমন চক্রবর্তীর একটি গান প্রাথমিকে নমিনেশন পেলেও তা চূড়ান্ত ক্যাটাগরিতে জায়গা করতে পারেনি। তাতে মন ভেঙেছিল বাঙালির। কিন্তু এবার সেই সিনেমার হাত ধরেই ফের নজির গড়ার স্বপ্ন দেখা শুরু।

এদিন সকালে যখন কলকাতায় ভূমিকম্পের খবর শিরোনামে জায়গা করে নিয়েছে ঠিক তখনই ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের জীবনে ঘটে গেল চমকে দেওয়ার মতো ঘটনা। পরিচালক ভাবতেই পারেননি অস্কার কমিটির ই-মেইল পেয়ে তার ‘মঙ্গল’ময় দিন শুরু হতে চলেছে। অভিনেত্রী মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ‘পুতুল’ তৈরি করেছেন ইন্দিরা। মিউজিক সায়ন গঙ্গোপাধ্যায়ের, সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।পরিচালকের কথায়, “আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমির ওয়েবসাইটে সেটা বেরিয়েছে, এটা সবথেকে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল।” সারা বিশ্বের সেরা দুশো সিনেমার মধ্যে বাংলার ‘পুতুল’-এর স্থান পাওয়া নিয়ে উচ্ছ্বসিত টলিউড থেকে শুরু করে সিনেপ্রেমী- বিশেষজ্ঞ প্রত্যেকেই।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...