Tuesday, November 4, 2025

অস্কারে ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি, ‘বেস্ট পিকচার ক্যাটাগরি’তে বাংলার ‘পুতুল’!

Date:

ইতিহাস গড়ে ফেলল বাংলার ‘পুতুল’ (Putul)। অস্কারের দৌড়ে ‘সেরা ছবি’ বিভাগে এই প্রথম জায়গা করে নিল বাংলার কোনও সিনেমা। উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukherjee) ধন্যবাদ জানিয়েছেন অস্কার (OSCAR) পুরস্কারের সিলেকশন কমিটিকে। মঙ্গলবার সকালে ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জ্বলজ্বল করছে ‘পুতুল’-এর নাম। এর আগে ইমন চক্রবর্তীর একটি গান প্রাথমিকে নমিনেশন পেলেও তা চূড়ান্ত ক্যাটাগরিতে জায়গা করতে পারেনি। তাতে মন ভেঙেছিল বাঙালির। কিন্তু এবার সেই সিনেমার হাত ধরেই ফের নজির গড়ার স্বপ্ন দেখা শুরু।

এদিন সকালে যখন কলকাতায় ভূমিকম্পের খবর শিরোনামে জায়গা করে নিয়েছে ঠিক তখনই ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের জীবনে ঘটে গেল চমকে দেওয়ার মতো ঘটনা। পরিচালক ভাবতেই পারেননি অস্কার কমিটির ই-মেইল পেয়ে তার ‘মঙ্গল’ময় দিন শুরু হতে চলেছে। অভিনেত্রী মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ‘পুতুল’ তৈরি করেছেন ইন্দিরা। মিউজিক সায়ন গঙ্গোপাধ্যায়ের, সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।পরিচালকের কথায়, “আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমির ওয়েবসাইটে সেটা বেরিয়েছে, এটা সবথেকে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল।” সারা বিশ্বের সেরা দুশো সিনেমার মধ্যে বাংলার ‘পুতুল’-এর স্থান পাওয়া নিয়ে উচ্ছ্বসিত টলিউড থেকে শুরু করে সিনেপ্রেমী- বিশেষজ্ঞ প্রত্যেকেই।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version