Tuesday, August 26, 2025

বিকাশের বিরুদ্ধে দেবদেবীদের ‘অপমানে’র অভিযোগ শুভেন্দুর, পাল্টা কটাক্ষ CPIM নেতার

Date:

হিন্দু দেবদেবীদের অপমান করার অভিযোগ তুলে সিপিআইএম (CPIM) নেতা বিকাশ ভট্টাচার্যকে (Bikash Bhattacharjee) আক্রমণ বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। পাল্টা শুভেন্দুকে “শাস্ত্র পড়েন না” বলে খোঁচা দিলেন বিকাশ।

বামেদের বিরুদ্ধে বরাবরই হিন্দু ধর্ম, শাস্ত্র, দেব-দেবী না মানার অভিযোগ তোলে গেরুয়া শিবির। এবার সিপিআইএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য হিন্দু দেবদেবীদের অপমান করেছেন বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। অভিযোগের সপক্ষে সমাজমাধ‌্যমে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। সেখানে একটি কর্মসূচিতে বক্তব‌্য রাখছেন বিকাশ। শুভেন্দু তাঁর পোস্টে লেখেন, “বামপন্থার বস্তা পচা মনোভাবকে ধিক্কার জানাই। সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য হিন্দু ধর্মে বিশ্বাসী লোকজনের ভাবাবেগে আঘাত হেনে নিজেকে একজন ‘সেকুলার’ প্রতিষ্ঠিত করার জন‌্য এর পূর্বেও খোলা রাস্তায় নানারকম কৌশলজনিত চমকপ্রদ কাণ্ড কারখানা করে দেখিয়েছেন। কিন্তু ভোট বাক্সে তার প্রতিফল মেলেনি। ওনার ও ওনার দলের প্রাপ্ত ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে।”

এরপরই মারাত্মক অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “তিনি আবারও হিন্দু ধর্মের আরাধ‌্য দেবদেবীদের নিয়ে বেশ কিছু আপত্তিকর, অপমানজনক ও ঘৃ‌ণ্য মন্তব‌্য করেছেন। তিনি বলেছেন দেবতারা অশিক্ষিত। মা কালীকে ডাকাত বলেছেন।” সরাসরি বামনেতাকে উদ্দেশ‌্য করে শুভেন্দু লেখেন, “আমি বিকাশবাবুকে বলতে চাই সেকুরালিজমের নামে আপনারা হিন্দু ধর্মের আস্থা এবং বিশ্বাসের উপর আঘাত হানা বন্ধ করুন।”

সিপিএমকেও আক্রমণ করেছেন বিরোধীদল নেতা। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের আস্তাকুঁড়েতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনাদের অস্তিত্ব এখন নোটার থেকেও নীচে এসে দাঁড়িয়েছে।’’ রীতিমতো হুঁশিয়ার এগিয়ে বিরোধী দলনেতা লেখেন, “আমি শুধু আপনাকে সাবধান করতে চাই আপনি সনাতন ধর্মের অনুসারী দের, হিন্দুদের আস্থা ও বিশ্বাসে এই ধরনের আলপটকা মন্তব্য করা বা আঘাত হানা বন্ধ করুন। নয়তো মানুষ মনে করবে যে আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন

শুভেন্দুর এই অভিযোগ প্রসঙ্গে পাল্টা তাকে শাস্ত্র জানেন না বলে কটাক্ষ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। জানান, ‘‘আমি যা বলার গবেষিকা প্রকাশিত প্রন্থের ভিত্তিতে একথা বলেছি। শুভেন্দু দা বই পড়েন না, শাস্ত্রও পড়েন না।’’

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version