Monday, January 12, 2026

লাল-হলুদ নতুন বিদেশি, ডার্বির আগে ইস্টবেঙ্গলে সই করলেন রিচার্ড

Date:

Share post:

নতুন বিদেশি সই করাল ইস্টবেঙ্গল এফসি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিসকে সই করাল লাল-হলুদ। মরশুমের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। তাঁর পরিবর্তে একজন ফুটবলারকে যে নিতে চলেছে ইস্টবেঙ্গল, তা আগেই টের পাওয়া গিয়েছিল। সেই মতো ডার্বির আগেই নতুন বিদেশির নাম ঘোষণা করে দিল দল। রিচার্ড লেফট উইঙ্গার ও স্ট্রাইকার, দুই পজ়িশনেই খেলতে পারেন । ইস্টবেঙ্গলে যোগ দিতেই রিচার্ড জানিয়ে দিলেন লাল-হলুদে খেলতে মুখিয়ে তিনি।

দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকাতেও খেলেছেন রিচার্ড। এর আগে ভেনেজুয়েলার একাধিক খেলার পাশাপাশি কলম্বিয়া ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন রিচার্ড। ২০১৯-এ কারাকাসকে লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ক্লাব ফুটবলে ২৫০টির বেশি গোল রয়েছে রিচার্ডের। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত রিচার্ড ভেনেজুয়েলার অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলোতে খেলেছেন। দেশের হয়ে ২০২১-এ কোপা আমেরিকাতে তিনি ব্রাজিলের বিরুদ্ধে খেলেছেন।

রিচার্ডকে দলে পেয়ে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। তিনি বলেন, “ আমরা আশা করছি রিচার্ডের প্রতিভা, স্কিল ও দায়বদ্ধতা ইস্টবেঙ্গলকে ভরসা দেবে। সাফল্য পেতে ওর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।“ এদিকে লাল-হলুদে সই করে রিচার্ড বলেন, “ ইস্টবেঙ্গলের ইতিহাস খুবই সমৃদ্ধ ও সমর্থকরাও আবেগপ্রবণ। এই ক্লাবে সই করতে পেরে আমি উত্তেজিত। আমার কেরিয়ারে নতুন অধ্যায় শুরু হচ্ছে। ভারতীয় ফুটবলে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছি।“

আরও পড়ুন- অজিদের কাছে হারের ধাক্কা, আইসিসি টেস্ট ক্রমতালিকায় পতন ভারতের

spot_img

Related articles

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...