Sunday, November 9, 2025

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: বাংলার বাড়ির পরে শস্য বিমায় ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা

Date:

বাংলার বাড়ির পর এবার শস্য বিমা দিয়ে কৃষকদের ডালি সাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। বাংলা শস্য বিমা (Bangla Shasya Bima) প্রকল্পের আওতায় ৯ লক্ষ কৃষককে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া শুরু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে এই সুখবর দিয়েছেন রাজ্যের কৃষকদের জন্য। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন, বাংলার শস্য বিমা (crop insurance) যোজনার প্রাপ্য থেকে যেন কৃষকরা বঞ্চিত না হন, তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে।

বুধবার সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এবার খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক কৃষকের ক্ষতি হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল চাষাবাদ। বন্যা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় ডানার ঝাপটায় ৯ লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যে। তাঁদের বাংলা শস বিমা (crop insurance) যোজনায় সহায়তা করা হচ্ছে। সেইসঙ্গে ফসলের বিমার জন্য কৃষকদের যে আর কোনও টাকা দিতে হচ্ছে না, আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকার দিচ্ছে, তাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এদিন একেবারে পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, ২০১৯ সালে ‘বাংলা শস্য বিমা’ (Bangla Shasya Bima) প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্য সরকার ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে (farmers) মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের ১২ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য। এবার কৃষকদের জন্য ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান শুরু করল মা-মাটি-মানুষের সরকার। প্রতিশ্রুতি রক্ষা করে মুখ্যমন্ত্রী জানান, আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। এর আগে একশো দিনের কর্মী ও বাংলার পাকা ছাদহীন পরিবারের পাশেও একইভাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version