Sunday, November 9, 2025

পুণ্যার্থীদের বিপুল জন সমাগমে শুরু গঙ্গাসাগর মেলা, প্রস্তুত কলকাতা পুলিশ

Date:

খাতায় কলমে বুধবারই শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। রাজ্য ও রাজ্যের বাইরের অসংখ্য পুণ্যার্থীর জমায়েতে প্রথম দিন থেকেই সরগরম এবছরের মেলা। সেই সঙ্গে সমাগম হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্তদেরও। পুণ্যার্থীদের সবরকম সুবিধার্থে প্রস্তুত পুলিশ প্রশাসন। কলকাতার বাবুঘাট (Babughat) থেকে পুণ্যার্থীদের গঙ্গাসাগরের পুণ্য অর্জনে নিরাপত্তা ও সহায়তার প্রস্তুতির প্রতিশ্রুতি কলকাতা পুলিশের (Kolkata Police)।

এবছর মকর সংক্রান্তির স্নান ১৪ জানুয়ারি ভোর থেকে। তবে মেলা (Gangasagar Mela) তার আগেই ৮ জানুয়ারি থেকে শুরুর বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সকাল থেকেই কলকাতার ঘাটগুলি ভরে যায় পুণ্যার্থীদের ভিড়ে। সেই সঙ্গে সাগরের জেটিগুলিতেও দলে দলে পুণ্যার্থীদের ভেসেল (vessel) থেকে নামতে দেখা যায়। এবছর ২,২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাসে কলকাতা থেকে পৌঁছানো যাবে সাগরে। সেখানে থাকছে ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চের ব্যবস্থা।

কলকাতায় পুণ্যার্থীদের রওনা দেওয়ার আগেও প্রস্তুত কলকাতা পুলিশ (CP, Kolkata Police)। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, গঙ্গাসাগর মেলা মানবতা ও সম্প্রদায়ের মধ্যে মিলনোৎসব। পুণ্যার্থীদের সুরক্ষা ও সব রকম সহযোগিতা দিতে কলকাতা পুলিশ দায়বদ্ধ। বাবুঘাটের নিকটবর্তী গঙ্গাসাগরমেলা প্রাঙ্গনে পর্যাপ্ত পুলিশ বাহিনী প্রস্তুত। সহায়তা কেন্দ্র ও অন্যান্য সহযোগিতা প্রস্তুত রাখা হয়েছে। বাবুঘাটের (Babughat) পাশাপাশি শিয়ালদহ (Sealdah), কলকাতা স্টেশন এলাকায় পর্যাপ্ত কলকাতা পুলিশ বাহিনী রয়েছে। আপনাদের যাত্রা শান্তিপূর্ণ ও সফল করার জন্য অনুরোধ প্রশাসনের দেওয়া পথ নির্দেশ মেনে চলুন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version