Saturday, May 3, 2025

পুণ্যার্থীদের বিপুল জন সমাগমে শুরু গঙ্গাসাগর মেলা, প্রস্তুত কলকাতা পুলিশ

Date:

খাতায় কলমে বুধবারই শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। রাজ্য ও রাজ্যের বাইরের অসংখ্য পুণ্যার্থীর জমায়েতে প্রথম দিন থেকেই সরগরম এবছরের মেলা। সেই সঙ্গে সমাগম হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্তদেরও। পুণ্যার্থীদের সবরকম সুবিধার্থে প্রস্তুত পুলিশ প্রশাসন। কলকাতার বাবুঘাট (Babughat) থেকে পুণ্যার্থীদের গঙ্গাসাগরের পুণ্য অর্জনে নিরাপত্তা ও সহায়তার প্রস্তুতির প্রতিশ্রুতি কলকাতা পুলিশের (Kolkata Police)।

এবছর মকর সংক্রান্তির স্নান ১৪ জানুয়ারি ভোর থেকে। তবে মেলা (Gangasagar Mela) তার আগেই ৮ জানুয়ারি থেকে শুরুর বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সকাল থেকেই কলকাতার ঘাটগুলি ভরে যায় পুণ্যার্থীদের ভিড়ে। সেই সঙ্গে সাগরের জেটিগুলিতেও দলে দলে পুণ্যার্থীদের ভেসেল (vessel) থেকে নামতে দেখা যায়। এবছর ২,২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাসে কলকাতা থেকে পৌঁছানো যাবে সাগরে। সেখানে থাকছে ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চের ব্যবস্থা।

কলকাতায় পুণ্যার্থীদের রওনা দেওয়ার আগেও প্রস্তুত কলকাতা পুলিশ (CP, Kolkata Police)। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, গঙ্গাসাগর মেলা মানবতা ও সম্প্রদায়ের মধ্যে মিলনোৎসব। পুণ্যার্থীদের সুরক্ষা ও সব রকম সহযোগিতা দিতে কলকাতা পুলিশ দায়বদ্ধ। বাবুঘাটের নিকটবর্তী গঙ্গাসাগরমেলা প্রাঙ্গনে পর্যাপ্ত পুলিশ বাহিনী প্রস্তুত। সহায়তা কেন্দ্র ও অন্যান্য সহযোগিতা প্রস্তুত রাখা হয়েছে। বাবুঘাটের (Babughat) পাশাপাশি শিয়ালদহ (Sealdah), কলকাতা স্টেশন এলাকায় পর্যাপ্ত কলকাতা পুলিশ বাহিনী রয়েছে। আপনাদের যাত্রা শান্তিপূর্ণ ও সফল করার জন্য অনুরোধ প্রশাসনের দেওয়া পথ নির্দেশ মেনে চলুন।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version