Wednesday, November 5, 2025

হুগলিতে রাস্তায় ফেলে প্রেমিককে বেধড়ক মার প্রেমিকার! যানজটে নাজেহাল সবাই

Date:

Share post:

রাস্তার ওপরে এক যুবককে বেধড়ক মারছে এক যুবতী। রীতিমতো জামার কলার ধরে মার খাচ্ছেন ওই যুবক। তার কোনও কথাই শুনতে রাজি নয় যুবতী। তার সঙ্গী আরো দুই যুবতীও প্রায় মারমুখী। কেউই বুঝে উঠতে পারছেন না, আসল ঘটনাটা কি। তবু তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেন পথচলতি মানুষ।শেষ পর্যন্ত ডাকতে হল পুলিশ।ঘটনাস্থল কোন্নগর শকুন্তলা কালীবাড়ির মাঠ। সেখানে দিন দুয়েক ধরে চলছে বইমেলা। ফলে সন্ধ্যা নামতেই রাস্তায় প্রচণ্ড ভিড়ে এমনিতেই যানজট। তার মধ্যে এই ঘটনায় যানজট বাড়ল বই কমল না। রাস্তায় থমকে গেল সমস্ত গাড়ি। দু’জনকে থানায় নিয়ে যাওয়ার পর স্পষ্ট হল গন্ডগোলের কারণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিষড়ার দুই যুবক-যুবতীর অনেক দিনের প্রেমের সম্পর্ক। তারা দুজনেই বিবাহিত। প্রেমের পরিণতির জন্য দুজনেই বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় আছেন। কিন্তু পারিবারিক অশান্তিতে আর একসঙ্গে থাকা হয়ে উঠছিল না তাদের। তাই দু’জনেই স্থির করেছিলেন বিষ খেয়ে জীবন শেষ করে দেবেন।

যুবতীর অভিযোগ, যা কথা হয়েছিল সেই অনুযায়ী তিনি বিষপান করেছিলেন। কিন্তু প্রেমিক আত্মহত্যার কথা বললেও কোনও চেষ্টাই করেননি।যুবতী হাসপাতালে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিলেন, তখনও দেখা মেলেনি প্রেমিকের। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, প্রেমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও তাকে ‘ব্লক’ করে দেন প্রেমিক। ফোন করেও পাওয়া যায়নি। মঙ্গলবার হঠাৎ প্রেমিককে দেখতে পান কোন্নগরের রাস্তায়। তাই আর নিজের রাগ ধরে রাখতে পারেননি। সঙ্গীদের নিয়ে ‘শিক্ষা’ দিতে গিয়েছিলেন প্রেমিককে। যুবতী জানান, দু’দিন যমে-মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছি, কিন্তু ওর দেখা পাইনি।প্রেমিক এই বিষয়ে কোনও কথা বলেননি। তিনি ভাবলেশহীন ছিলেন পুলিশের কাছেও।

স্থানীয়রা জানিয়েছেন, যুবককে মারধর করার সময় নানান অভিযোগ করেছেন যুবতী। বিষয়টি যে প্রণয়ঘটিত, তা বুঝতে কারো অসুবিধা হয়নি।এমন নাটকীয় পরিস্থিতি দেখতে রাস্তায় ভিড় জমে যায়। শেষমেশ কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...