Friday, August 29, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে এক ধাপ এগোল রাজ্য, শীঘ্রই শুরু কাজ

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী কর্মসূচি ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্রীয় বঞ্চনার পরেও রাজ্যের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান সফলভাবে বাস্তবায়িত করার জন্য আঁটঘাট বেঁধে কাজ চলছে। আর এই ক্ষেত্রে সফলতার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার কর্মসূচি নেওয়া হল মেদিনীপুরে জরুরি বৈঠক করে। পশ্চিম মেদিনীপুর জেলার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে চাই জমি। শুধুমাত্র সরকারি জমিই যথেষ্ট নয়। ব্যক্তিগত মালিকাধীন জমিও লাগবে এই প্ল্যান রূপায়ণের জন্য। সেই জমি পেতে যাতে কোনওরকম সমস্যা না হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রকল্পের জন্য গঠিত জমি পারচেজ কমিটি। মঙ্গলবার বিকেলে মেদিনীপুরে জমি সংক্রান্ত প্রথম বৈঠকে বসে এই কমিটি। সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল জোর করে কারও জমি নেওয়া যাবে না। জমির মালিকদের সঙ্গে আলোচনার পর তাঁর সম্মতি নিয়েই জায়গা অধিগ্রহণ করবে প্রশাসন।

রাজ্যের সেচমন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। জেলা প্রশাসন সূত্রে খবর, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে এই বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে গেলে অনেক জমি চাই। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকারের বিভিন্ন দফতরের নিয়ন্ত্রণে থাকা জমি প্রথমে সেচ দফতরকে হস্তান্তর করা হবে। কারণ সেচ দফতরের তত্ত্বাবধানেই গড়ে উঠবে ঘাটাল মাস্টার প্ল্যান। এরপর যে রায়ত জমি লাগবে সে ক্ষেত্রে জমির মালিকদের সঙ্গে আলোচনা শুরু হবে। বৈঠকের পর জেলাশাসক খুরশিদ আলি কাদেরি বলেন, ঘাটাল এবং তার পার্শ্ববর্তী এলাকাকে বন্যার হাত থেকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ঘাটাল মাস্টার প্ল্যানটি দ্রুত রূপায়িত হোক। তাই সমস্ত ধরনের প্রক্রিয়া চলছে দ্রুততার সঙ্গে। সরকারি জমি রয়েছে। তবে রায়তি জমিও কিনতে হবে। পারচেজ কমিটির বৈঠকে ঠিক হয়েছে, নিয়ম মেনে সব পদক্ষেপ করা হবে। কার্যত এই বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য।

আরও পড়ুন- প্রয়াত কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক প্রীতিশ নন্দী

_

_

_

_

_

_

_

_

_

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version