Friday, November 7, 2025

টানা ২৪ বছর ধরে কারও গোল করার বিষয়টি অবিশ্বাস্যই। তবে নামটি যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়, তাহলে অসম্ভব কিছুই নয়।বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে আল নাসরের ৩–১ গোলের জয়ে লক্ষ্যভেদ করেন রোনাল্ডো। যার ফলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার কীর্তি গড়লেন এই পর্তুগিজ কিংবদন্তি।

২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে প্রথম গোলটি করেছিলেন রোনাল্ডো। এর পর থেকে প্রতিবছরই গোলের খাতায় নাম লিখিয়েছেন। সর্বশেষ সংযোজন গতকাল রাতে করা গোলটি। নতুন বছরে গতকালই প্রথম মাঠে নেমেছিল আল নাসর। ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে ইতিহাস গড়া গোলটি করেন রোনাল্ডো। গোলে বছর শুরুর পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছেন, বছর শুরু করার সেরা সময়।

নিজের পেশাদার ক্যারিয়ার শুরুর বছরে রোনাল্ডো করেছিলেন ৫ গোল। পরের বছরই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসনকে মুগ্ধ করে রোনাল্ডো চলে আসেন ওল্ড ট্রাফোর্ডে। সে বছর রোনাল্ডো গোল করেছিলেন ১৩টি।এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রতিবছরই রোনাল্ডো গোলের টালিখাতা শুধুই সমৃদ্ধ হয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ড ছাড়ার সময়ই রোনাল্ডোর গোল সংখ্যা ছিল ২৯২ ম্যাচে ১১৮টি।

ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে গিয়ে রোনাল্ডো হয়ে ওঠেন আরও ক্ষুরধার। বিশেষ করে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন ‘সিআর সেভেন’। এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে লড়াই জমিয়ে তোলার পথে রোনাল্ডো পরিণত হন গোলমেশিনে। এরপর ক্লাব ও দেশ বদলালেও কমেনি রোনাল্ডোর গোল ক্ষুধা। বর্তমানে ৪০ ছুঁই ছুঁই বয়সেও উদ্দীপ্ত তরুণের মতোই গোল করে চলেছেন আল নাসর তারকা। গত বছরও রোনাল্ডোর কাছ থেকে এসেছে ৪৩ গোল। আর এবার বছরের শুরুতেই খুললেন গোলের খাতা।ফুটবল–মঞ্চে লম্বা সময় ধরে বিভিন্ন রেকর্ড নিয়ে লড়াই করেছেন মেসি–রোনাল্ডো। তবে রোনাল্ডোর টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ডটি মেসির ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে। মেসি নিজের প্রথম গোলটি করেন ২০০৫ সালের মে মাসে।

এখন রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করতে হলে মেসিকে ২০২৮ সাল পর্যন্ত গোল করতে হবে। যে সময় মেসির বয়স হবে ৪১ বছর। নাটকীয় কিছু না হলে ২০২৮ সাল পর্যন্ত মেসির খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিনই। ফলে রোনাল্ডোর এই রেকর্ডটি হয়তো শেষ পর্যন্ত মেসির অধরাই থেকে যাবে।

গোল দিয়ে শুরু করা বছরটি রোনাল্ডোর জন্য আরেকটি দিক থেকেও গুরুত্বপূর্ণ। রোনাল্ডো শেষ পর্যন্ত হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন কি না, সেটা এ বছরে তার করা গোল সংখ্যা দিয়ে নির্ধারিত হতে পারে। গতকাল রাতের পর রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৯১৭টি অর্থাৎ রোনাল্ডোকে করতে হবে আরও ৮৩ গোল।এমন অবস্থায় মাইলফলক গড়তে হলে চলতি বছর রোনাল্ডোকে অন্তত ৫০–৬০ গোল করতে হবে। এরপর সব ঠিক থাকলে ২০২৬ সালে গিয়ে হয়তো রেকর্ডটি তিনি গড়তে পারবেন। আপাতদৃষ্টিতে কাজটি অসম্ভব বলে মনে করা হচ্ছে।

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version