Monday, May 5, 2025

ঈশ্বরের আসন থেকে সোজা পপাত ধরণীতলে! নিজেকে এবার মানুষ বলে সোচ্চার ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একসময় যে প্রধানমন্ত্রীর নিজেকে ঈশ্বরের সমান বলে তুলে ধরা বক্তব্যের সমালোচনা হয়েছিল দেশ জুড়ে। এবার তিনি বিতর্ক উসকে দিলেন নিজের ভুল স্বীকার করে।

লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রচারের আগে ধর্মীয় জিগির ভয়ংকর ভাবেদেশে তুলে ধরার চেষ্টা করেছিলেন বিজেপির নেতারা। নরেন্দ্র মোদি (Narendra Modi) ছিলেন তার নেতৃত্বে। নির্বাচনী প্রচারে মোদি দাবি করেছিলেন তিনি উপলব্ধি করতে পারেন তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় হয়নি। ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। তাঁর ক্ষমতা ঐশ্বরিক ক্ষমতার দাবিও করেছিলেন তিনি।                                                                                                                                    কিন্তু লোকসভা নির্বাচনে সেইসব ঐশ্বরিক ক্ষমতা চাপা পড়ে গিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। এরপরই যেন সম্বিত ফিরে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধী ঐক্যের চাপ ঠিক কতটা লোকসভা রাজ্যসভায় হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। ফলে নিজেকে ঈশ্বর দাবি করা মোদি হঠাৎ নিজের অবস্থান থেকে সরে এলেন। সোশ্যাল মিডিয়ায় (social media) একটি সাক্ষাৎকারে মোদি দাবি করেন, গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী থাকাকালীনই তিনি স্বীকার করে নিয়েছিলেন তিনি ঈশ্বর নন। তাই মানুষ হিসাবে তাঁরও ভুল হয়।

এর পাশাপাশি সাক্ষাৎকার মোদির দাবি, তরুণ প্রজন্মের আরো বেশি করে রাজনীতিতে যোগদান করা উচিত। তবে সেক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা নয়, দূরদৃষ্টিকেই প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খানিকটা পিছিয়ে পড়া মোদি যেন পডকাস্টে সাক্ষাৎকার দিয়ে আবার নজরে আসার চেষ্টা করলেন।

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version