Saturday, January 31, 2026

এক মঞ্চে মুখ্যমন্ত্রীর কথায়-সুরে গানের কনসার্ট, রাজডাঙ্গা পিঠেপুলি উৎসবে অভিনব উদ্যোগ

Date:

Share post:

অভিনব উদ্যোগ রাজডাঙ্গা পিঠে পুলি উৎসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কথায় ও সুরে গানের কনসার্ট হবে সেখানে। এই উদ্যোগ নিয়েছেন বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। রবিবার সন্ধে ৬টায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা অজস্র গান নিয়ে উপস্থিত থাকবেন রাজ্যের প্রথিতযশা শিল্পীরা। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন তিনি নিজেও এই উৎসবে সামিল হচ্ছেন মমতার গান নিয়ে।

বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানগুলি। মুখ্যমন্ত্রীর লেখা পুজোর গান কয়েক বছর ধরেই সুপার-ডুপার হিট। প্রশাসনিক এবং দলীয় কাজের ব্যস্ততার মধ্যেই গান লেখেন এবং সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু জনপ্রিয়ই নয় মমতার (Mamata Bandopadhyay) লেখা ও সুর দেওয়া গানের অ্যালবাম প্লাটিনাম ডিস্ক পেয়েছে। বাংলার যেকোনও উৎসবে গান লেখেন মুখ্যমন্ত্রী। এবার শুধুমাত্র মুখ্যমন্ত্রীর গান নিয়ে হবে কনসার্ট। ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে এই বিশেষ কনসার্টের (Concert) আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর। গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়-সহ বিখ্যাত শিল্পীরা।

দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজোর পরে এবার ক্রিসমাসেও গান লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতবার, অ্যালেন পার্কে ক্রিসমাস (Christmas) কার্নিভালের উদ্বোধন করে একথা জানান তিনি। গানের কথা সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতও লেখেন মমতা। সেই গান দিয়েই শুরু হবে এবারের BGBS। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-ও মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি।

এবারও মুখ্যমন্ত্রীর যে ৬টি গান রিলিজ হয়েছে, তার সব গানই জনপ্রিয়তায় শীর্ষে। মহালয়ায় প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গান। দুর্গাপুজোর মধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল সভানেত্রীর সব গান একসঙ্গে, এক মঞ্চে শোনার সুযোগ পাননি শ্রোতারা। এবার সেই সুযোগ আসছে ১২ জানুয়ারি। রাজডাঙা খেলার মাঠে শুধুমাত্র মমতার গান নিয়ে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়-সহ বিখ্যাত শিল্পীরা।

এই কনসার্টের উদ্যোক্তা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। এই কনসার্টের সঙ্গে থাকছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। ৫ দিন চলবে পিঠেপুলি উৎসব।

 

spot_img

Related articles

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...