Tuesday, August 26, 2025

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে জামিন শেষ অভিযুক্তরও! তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন

Date:

গৌরী লঙ্কেশ (Gouri Lankesh) হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি প্রশ্ন তুলে শেষ ধৃত অভিযুক্তকেও জামিন দিল আদালত। সাংবাদিক খুনে জেল হেফাজতে থাকা শেষ অভিযুক্ত শরদ ভৌসাহেব কলস্কর জামিন পেলেন বেঙ্গালুরুর আদালত (Bengaluru Court) থেকে। বেঙ্গালুরুর সিটি সিভিল ও দায়রা আদালতের বিচারপতি মুরলিধারা পাই বি জানান, মামলার নিষ্পত্তি কবে হবে তাঁর কোনও ঠিক নেই। সেই কারণেই এই অভিযুক্তকে জামিন দেওয়া হল।

আরও খবর: ৬ মাস আগে বান্ধবীকে খুন করে ফ্রিজে! বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই পর্দাফাঁস

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সাংবাদিক গৌরী লঙ্কেশের (Gouri Lankesh)। তদন্ত নেমে প্রায় ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। এক অভিযুক্ত এখনও পলাতক। গত কয়েক বছরে একে একে সবাই জামিন পেয়ে গিয়েছেন। তদন্তকারী সংস্থা উপযুক্ত প্রমাণ দিতে না পারায় দেরি হচ্ছে বিচারপ্রক্রিয়ায়। যার জেরে জেলবন্দি শেষ অভিযুক্তও জামিন পেয়ে গেলেন। বিচারপতি জামিন দেওয়ার আগে বলেন, “এই হত্যা মামলার কবে নিষ্পত্তি হবে তাঁর কোনও ঠিক নেই। তাই কলস্করকে জামিন দেওয়া হল।“

ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হওয়ায় কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে সংঘাতে জড়ান সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশ। উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির তীব্র সমালোচক ছিলেন গৌরী। তাঁর বাবার শুরু করা ‘লঙ্কেশ পত্রিকা’-র সম্পাদক ছিলেন তিনি। এই পত্রিকার মাধ্যমে ‘কমিউনাল হারমনি ফোরাম’ নামে একটি গোষ্ঠীকে ক্রমাগত উৎসাহ দেওয়া হয়। এই নিয়ে গোয়ার হিন্দুত্ববাদী সনাতন সংস্থা ও হিন্দু জন জাগৃতির সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়। অভিযোগ, ওই সংগঠনের সদস্যরাই গৌরীকে খুন করেছেন। তবে, প্রমাণের অভাবে সব অভিযুক্তই এখন জামিনে মুক্ত।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version