Saturday, May 3, 2025

সীমান্তে বিএসএফের নজরদারিতে শৈথিল্য! মেখলিগঞ্জ থেকে মালদহ, থমথমে পুরো এলাকা

Date:

বাংলাদেশ সীমান্তে এখনও টেনশন অব্যাহত। মেখলিগঞ্জ থেকে মালদহ— থমথমে সীমান্ত এলাকা। বিএসএফের নজরদারিতে শৈথিল্য ও বেশ কিছু ক্ষেত্রে বেনিয়ম প্রকাশ্যে এনে দিয়েছে সীমান্ত এলাকার সুরক্ষার বিষয়টি। অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে গেলেও এবার বিজিবির বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিএসএফ কোনও কোনও ক্ষেত্রে রণভঙ্গ দিলেও এপার বাংলার গ্রামবাসীরা একজোট হয়ে সীমান্ত পাহারায় রুখে দাঁড়াচ্ছেন। কার্যত এ রাজ্যের বাসিন্দাদের মনের জোর আর সংঘবদ্ধ হওয়ার কারণেই কিছুটা হলেও কাজ হচ্ছে। বেশিরভাগ জায়গাতেই পরিস্থিতির এখনও উন্নতি হয়নি।

বালুরঘাট-হিলি সীমান্তেও পরিস্থিতি একই রকম প্রায়। উন্মুক্ত সীমান্ত এলাকায় ভারতীয় কৃষিজমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার থেকেই উত্তেজনা ছড়িয়ে ছিল কুচলিবাড়ি গ্রামে। বিএসএফের ০৬ ব্যাটেলিয়ান শনিবার দিনভর কড়া নিরাপত্তায় ঘিরেছে গোটা এলাকা৷ জানা গেছে শনিবার নতুন করে বেড়া দেওয়ার কাজ হয়নি। তবে রবিবার ফের ভারতীয় কৃষকরা এই বেড়া দেওয়ার কাজ শুরু করতে পারে বলে সম্ভাবনা রয়েছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তের এপারে মেখলিগঞ্জ আর ওপারে আছে বাংলাদেশের দহগ্রাম অঙ্গারপোতা গ্রাম। বাংলাদেশের এই গ্রামের বাসিন্দারা তিন বিঘা করিডর হয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতায়াত করেন। বাংলাদেশের গ্রামে সীমান্ত এলাকা ঘিরে রেখেছে বিজিবি। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কাঁটাতারহীন অবাধ এলাকা৷ কুচলিবাড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকায় অনায়াসে বাংলাদেশি দুষ্কৃতীরা যাতায়াত করে ভারতীয় জমিতে। এমনকী রাতের অন্ধকারে ভারতীয়দের গরু নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। বিএসএফকে এ-ব্যাপারে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই নিজেরাই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছেন।

দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু অংশ কাঁটাতারে ঘেরা না থাকলেও মূলত সীমান্তের বেশিরভাগ অংশই কাঁটাতার দিয়ে ঘেরা। কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর, চকরাম, হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরপাড়া, শ্রীরামপুর, উত্তর জামালপুর, পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আপতর, হিলি গ্রাম পঞ্চায়েতের হাঁড়িপুকুর-সহ একাধিক জায়গায় কাঁটাতারের ওপারে রয়েছে ভারতীয় কৃষকদের কৃষিজমি। যে জমিতে চাষাবাদ করেন সীমান্ত-ঘেঁষা গ্রামের কৃষকরা। কিন্তু বেশ কয়েক বছর ধরে তাঁদের চাষাবাদে সমস্যা হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন।

মালদহের শুকদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এখন আর হবে না, প্রেস বিজ্ঞপ্তি করে বিএসএফের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ফলে উন্মুক্ত অবস্থায় থাকবে শুকদেবপুরের ১২০০ মিটার সীমান্ত এলাকা। বর্তমানে এই এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানের সংখ্যা। এমনকী বাড়ানো হয়েছে নজরদারিও। ঘটনার পর থেকে শুকদেবপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কমেছে ছাত্রছাত্রীর সংখ্যা। এলাকার অভিভাবকেরা ভয়ে ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না বলে জানিয়েছেন শুকদেবপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ পাল। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ বিজিবির মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাই ভয়ে গ্রামবাসীরা ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না।

আরও পড়ুন- ডার্বিতে ফের হেরে রেফারিকে দুষছে, ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগান সচিবের

_

_

_

_

_

_

_

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version