Sunday, November 9, 2025

সাগরযাত্রীদের নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা বাবুঘাটে, চলছে ডগ স্কোয়াডের নজরদারি

Date:

আগামিকাল ভোর থেকেই গঙ্গাসাগরে শুরু মকর সংক্রান্তির পুণ্যস্নান। ইতিমধ্যেই সাগরে পৌঁছে গিয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আর সাগরে যাওয়ার আগে দূর-দূরান্তের পুণ্যার্থীরা প্রাথমিকভাবে আশ্রয় নিচ্ছেন বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে। গঙ্গাসাগরের মতো বাবুঘাটেও প্রশাসনের তরফে রয়েছে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা। থাকা-খাওয়া ও পরিস্রুত পানীয় জল থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসার জন্য ক্যাম্পও রয়েছে। কলকাতার সিভিল ডিফেন্স সংগঠন ও রাজ্যের স্বাস্থ্য দফতরের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে মিনি হাসপাতাল। আবার কলকাতা পুরসভার তরফেও স্বাস্থ্যশিবির রয়েছে। এমনকি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ২৪ ঘণ্টাই প্রস্তুত রয়েছে অ্যাম্বুল্যান্সও। প্রতিদিন সাধু-সন্ন্যাসীদের পাশাপাশি ভিন রাজ্যের কয়েকহাজার পুণ্যার্থী বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন এইসব ক্যাম্প থেকে। এখনও পর্যন্ত লক্ষাধিক পুণ্যার্থী চিকিৎসা পরিষেবা পেয়েছেন।

গত ৯ জানুয়ারি থেকেই বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে স্বাস্থ্য দফতরের মিনি হাসপাতাল চলছে। ২৪ ঘণ্টাই সেখানে নিরলসভাবে বিভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডাক্তার, নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্মীরা। ঘুরিয়ে ফিরিয়ে চলছে ডিউটি। মোটামুটি সবরকম প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত রয়েছে এই মিনি হাসপাতালে। বিভিন্ন জীবনদায়ী ওষুধের সঙ্গে মজুত রয়েছে সাধারণ জ্বর, সর্দি-কাশির ওষুধপত্রও। রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনমতো ওষুধপত্র দেওয়া হচ্ছে। কারও পরিস্থিতি গুরুতর হলে তাঁকে রেফার করা হচ্ছে শহরের বিভিন্ন মেডিক্যাল কলেজে। শনিবারই যেমন এক ভিনরাজ্যের পুণ্যার্থীকে মিনি হাসপাতালের অ্যাম্বুল্যান্সে করেই নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

এই প্রথম গঙ্গাসাগর মেলায় NDRF তরফে নামানো হয়েছে ডগ স্কোয়াড। বস্কো এবং ম্যাক্সি নামের এই দুই কুকুর ইন্ডিয়ার এফের সঙ্গে জলপথ এবং স্থলপথে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে। এনডিআরএফ সেকেন্ড ব্যাটেলিয়নের ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল জানিয়েছেন এ বছর ডগ স্কোয়াডের সঙ্গে রয়েছে একজন ডিপ ডাইভার স্পেশালিস্ট। সাগর স্নানে কেউ যদি জলে ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ডিপ ডাইভার স্পেশালিস্ট। ৭০ জনেরও বেশি ইন্ডিয়ারে সমান মোতায়েন করা রয়েছে সাগর মেলা প্রাঙ্গণে। ২৪ ঘন্টা সাত দিন ১০ জনের বেশি মহিলা ইন্ডিয়ার জমান জলপথে নজরদারি চালাচ্ছে।।

আরও পড়ুন- নয়া ভাবনা পর্ষদের! সাইবার অপরাধ রুখতে এবার পাঠ শুরু এবার অষ্টম শ্রেণি থেকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version