Wednesday, November 12, 2025

মুখ্যমন্ত্রীর গান নিয়ে শো হবে অন্যত্রও, কসবার পিঠেপুলি উৎসবে ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

Date:

রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি। তাও চূড়ান্ত ব্যস্ততার বাইরে বেরিয়ে নিয়মিত ছবি আঁকেন, লেখেন কবিতা ও গান। সুরও দেন নিজের লেখা গানে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা সেই গানের মধ্যে দিয়েই শুরু হল কসবা-রাজডাঙার পিঠে-পুলি উৎসব। বাংলা সঙ্গীতজগতের নক্ষত্রদের গলায় ঝঙ্কার-তোলা মুখ্যমন্ত্রীর গানে-গানেই রাজডাঙা মাঠের অগণিত শ্রোতারা রবিবাসরীয় হিমেলসন্ধ্যা কাটালেন। তাঁর গান নিয়ে এই ধরনের শো হবে রাজ্যের অন্যত্রও।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা ৩২টি গান পরিবেশন করেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই, অরিত্র দাশগুপ্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, ঐতিহ্য রায়ের মতো সঙ্গীতশিল্পীরা। সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত ধরে সূচনা হয় কাউন্সিলর তথা বরো চেয়ারপার্সন সুশান্ত ঘোষের উদ্যোগে আয়োজিত পিঠে-পুলি উৎসবের। শুরুতেই সুশান্ত ঘোষ বলেন, এবার থেকে প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতে অনুষ্ঠান করা হবে।

অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গলায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা ‘আমার আড়ালে, আমার আবডালে’ গানের পরই অসংখ্য শ্রোতাদের হাততালিতে ফেটে পড়ে রাজডাঙার মাঠ। এরপর একের পর এক শিল্পীর গলায় মুখ্যমন্ত্রীর ‘আমার আমি হারিয়ে যাক’, ‘এই স্বপ্নে দেখো ফুলের তালে’, ‘আকাশ যেখানে নীলিমায়’, ‘এই পৃথিবী একটাই’, ‘মাগো তুমি সর্বজনীন’-এর মতো গান দিয়ে গানে-গানে সন্ধ্যা জমে ওঠে। নবাগত সঙ্গীতশিল্পীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বলেন, মুখ্যমন্ত্রীর গান নিয়ে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। প্রতিটি গানই শ্রোতাদের সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আমরা আরও বড় করে করব। এদিন এলাকার বেশ কয়েকজন উদীয়মান টেবিল টেনিস খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন- দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দেওয়া গুড সামারিটানরা পাবেন ২৫০০০, প্রস্তাব গড়কড়ির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version