Tuesday, November 11, 2025

খারাপ ফর্ম কাটিয়ে উঠতে রোহিতের পর এবার ঘোরোয়া ক্রিকেটে বিরাট-পন্থ

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থরা। এরপরই টিম ইন্ডিয়ার প্রথমশ্রেনীর ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেট খেলার কথা বলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। এমনকি গত শনিবার রিভিউ বৈঠকে কোহলি, রোহিতদের রঞ্জি ট্রফি খেলার বার্তা দেওয়া হয় বোর্ডের তরফ থেকে। সেই মতো মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে যোগ দিয়েছেন রোহিত শর্মা। আর সূত্রের খবর, দিল্লিও রঞ্জি ট্রফির প্রাথমিক তালিকায় রাখল বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং হর্ষিত রানাকে।

জানা যাচ্ছে, প্রাথমিক তালিকায় ৩৮ জন ক্রিকেটারকে রেখেছেন ডিডিসিএ কর্তারা। কোহলি, পন্থ এবং হর্ষিতকে রাখা হয়েছে ‘ইন্টারন্যাশনাল প্লেয়ার্স’ বা আন্তর্জাতিক ক্রিকেটার বিভাগে। এই বিভাগের ক্রিকেটারদের চূড়ান্ত দলে থাকা নির্ভর করবে প্রতিযোগিতার সময় তাঁদের খেলার সম্ভাবনার উপরে। অর্থাৎ প্রাথমিক দলে রাখা হলেও কোহলি, পন্থ এবং হর্ষিতকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য বাধ্য করবেন না ডিডিসিএ কর্তারা। সেক্ষত্রে বিষয়টি ছেড়ে দেবেন বিসিসিআইয়ের উপর। ভারতীয় বোর্ড এই তিন ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলাতে বললে, চূড়ান্ত দলে রাখা হবে তাঁদের।

এই নিয়ে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা বলেন, ‘‘কোহলির উচিত মুম্বইয়ের ক্রিকেটারদের দেখে অনুপ্রাণিত হওয়া। সুযোগ থাকলে ওর দিল্লির হয়ে খেলা উচিত। ভারতীয় বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। আমার মতে কোহলি এবং পন্থের অন্তত একটা ম্যাচ খেলা দরকার। তবে ওরা খেলবে কিনা, বলতে পারব না।’’

এদিকে এদিন খারাপ ফর্ম কাটিয়ে উঠতে ফের ঘোরোয়া ক্রিকেটে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার সকাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয় মুম্বই দলের রঞ্জির অনুশীলন । সেখানে যোগ দেন রোহিত। মুম্বই দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।

আরও পড়ুন- প্যাট কামিন্সকে হারিয়ে সেরা যশপ্রীত বুমরাহ

Related articles

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...
Exit mobile version