Sunday, November 2, 2025

চট্টগ্রামের নিম্ন আদালতে বারবার পিছিয়েছে তার শুনানি মামলা।আইনজীবীরা ঠিকমতো সওয়াল করতে না পারায় জেল থেকে বের হতে পারেননি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ। যদিও জামিন খারিজের পর তার আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন। সেই আবেদন অনুযায়ী জানানো হয় ঢাকা হাইকোর্টে।শেষ পর্যন্ত ২০ জানুয়ারি হাইকোর্টের শুনানির দিন নির্ধারিত হয়েছে।প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর চট্টগ্রাম যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ চিন্ময়কৃষ্ণ প্রভু। জাতীয় পতাকার অবমাননা সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। সেদিন থেকেই জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। তার মুক্তির দাবিতে কার্যত বাংলাদেশে চলছে বিক্ষোভ।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে বাংলাদেশে। পাল্টা নয়া আইন এনে বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে। তাতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।আগামী সোমবার হাইকোর্টে ৩১৭ সিরিয়াল নম্বর হিসেবে চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানির আবেদন গৃহীত হয়েছে। এর আগে চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের শুনানি হয় বাতিল হয়ে গিয়েছে নয়তো আইনজীবী উপস্থিত না হওয়ায় শুনানিই শুরু করা যায়নি। চিন্ময়কৃষ্ণের আইনজীবীরা হাইকোর্টে একাধিকবার জামিনের শুনানির আবেদন করেছেন। এতদিনে তা গৃহীত হয়েছে।

কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এনিয়ে বলেন, চট্টগ্রাম নগর দায়রা আদালতে যে জামিনের শুনানি হয়নি তা হাইকোর্টে হতে পারে। এমনটাই আশা করা হচ্ছে। চিন্ময়কৃষ্ণের আইনজীবীদের দাবি ছিল, চিন্ময়কৃষ্ণ একজন দেশপ্রেমী। সবসময় দেশকে অগ্রাধিকার দিয়ে এসেছেন। তিনি সন্ন্যাসী। এসবের সঙ্গে যুক্ত নন। এর পরও চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে আবেদন করেন চিন্ময়কৃষ্ণের আইনজীবীরা। সোমবার সেই মামলার শুনানি হবে।

 

 

Related articles

দিলীপের জন্য খুলল মুরলীধর সেনের বন্ধ ঘরের তালা: তবু অনুপস্থিত ‘নব্য’ বিজেপি!

৭০ বছর ধরে বিজেপি নেতা কর্মীরা এখানে অন্যান্য সব কর্মসূচির পাশাপাশি বিজয়া সম্মেলনীতেও মিলিত হতেন। অথচ মুরলীধর সেন...

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের...

বিয়ে ভাঙলেও দায়িত্ব ছাড়েননি মেয়ে ‘ডোম’ টুম্পা

চাকুরিরতা পাত্রীর জন্য সম্বন্ধ আসে। কিন্তু যখনই জীবিকার কথা শোনে পাত্রপক্ষ-ভেঙে যায় বিয়ে। আজ যখন ভারতীয়দলের জার্সি গায়ে...

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...
Exit mobile version