অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী (Police)। আদালত থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান পাঞ্জিপাড়ায় থামনোর পরেই গুলি চলে। আহতের মধ্যে একজন SI ও আরেকজন কনস্টেবল বলে সূত্রের খবর। আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফেরার অভিযুক্তরা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জেলবন্দিদের। শৌচকর্মের নাম করে প্রিজন ভ্যান থামনোর আর্জি করে অভিযুক্তরা। অভিযোগ গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। পুলিশের একটি সূত্রে খবর, গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের শারীরিক পরিস্থিতি ঠিক কী, তা এখনও জানা যায়নি। ২ পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এদিন ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল একটি মামলার দুই অভিযুক্তকে। শুনানি শেষে দু’জনকে নিয়ে আবার রায়গঞ্জ জেলে ফিরছিল পুলিশ। পুলিশের ভ্যানটি গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় দাঁড়াতেই আচমকা গুলি চলে। তাতেই দুই পুলিশকর্মী জখম হন। তড়িঘড়ি তাঁদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়।
একটি বাইকে চড়ে চম্পট দেয় দুই বিচারাধীন বন্দি। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। গতিবিধির খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
–
–
–
–
–
–